ধর্মঘটের দ্বিতীয় দিনেও ময়মনসিংহ বিভাগে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় যাত্রা করতে না পেরে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাস শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল
ময়মনসিংহ বিভাগে বাস শ্রমিকদের ধর্মঘটের কারণে রোববার দ্বিতীয় দিনের মতো সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার সকাল থেকেই যাত্রীরা টিকিট হাতে নিয়ে বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যারা আগেই টিকিট কেটেছিলেন, তাদের অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ধর্মঘটের পেছনের ঘটনা
শুক্রবার রাতে একটি বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টু কথাকাটাকাটির এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আবু রাইহানকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝন্টু ওই সময় রাইহানের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে ময়মনসিংহ শহরের মাসকান্দায় ঢাকা বাস টার্মিনালের ইউনাইটেড সার্ভিস কাউন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন বৈধতার দাবিতে ছাত্র আন্দোলনের কর্মীরা।
বাস শ্রমিক গ্রেপ্তার ও প্রতিবাদ
প্রতিবাদের পর পুলিশ অরুণ ঝন্টুকে গ্রেপ্তার করে। এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে বাস শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, গ্রেপ্তার হওয়া শ্রমিকের মুক্তি ও সংশ্লিষ্ট বাসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
যাত্রীদের দুর্ভোগ
হঠাৎ ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা মারাত্মক সমস্যায় পড়েছেন। অনেকেই জরুরি কাজে ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।
এক যাত্রী জানান, “আগেই টিকিট কেটেছিলাম। কিন্তু এখন বলা হচ্ছে, বাস চলবে না। বাধ্য হয়ে ট্রেন বা অন্য গাড়ির খোঁজ করছি।”
ধর্মঘট কবে শেষ হবে, তা এখনো নিশ্চিত নয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে। তবে বাস শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
#ময়মনসিংহ #বাসধর্মঘট #যাত্রীভোগান্তি #বাংলাদেশ #পরিবহনসংকট