মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর–রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদে স্নান করতে গিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীর্ঘ অনুসন্ধানের পর তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উদ্ধার অভিযান
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে নদী থেকে দুই তরুণের লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযানে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার তেঁগ্রামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর (২০) এবং আমদহ গ্রামের মোহিন শেখের ছেলে কৌশিক। তানভীর মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন, আর কৌশিক আলেয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
দুর্ঘটনার বিবরণ
সাক্ষীদের বরাতে জানা গেছে, সোমবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে তারা সুইচগেট এলাকায় স্নান করতে যান। একপর্যায়ে গভীর পানিতে পড়ে গেলে দুজনই উঠে আসতে পারেননি। ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা দ্রুত খবর দেন পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
প্রশাসনের বক্তব্য
মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ছয় ঘণ্টা তল্লাশির পর রাত ৭টা ৪২ মিনিটে প্রথম লাশ এবং রাত ৮টা ২৭ মিনিটে দ্বিতীয় লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। প্রশাসন সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
# মেহেরপুর, ভৈরব_নদী, দুর্ঘটনা, ফায়ার_সার্ভিস, তরুণের_মৃত্যু, সারাক্ষণ_রিপোর্ট