চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে নগরীর আউটার রিং রোডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর পা ও হাতের কবজির রগ কাটা ছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিক্ষার্থীর পরিচয়
নিহতের নাম শামীম মাসুদ খান জয় (২৬)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থী ছিলেন।
ঘটনার বিবরণ
পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মানিরুল করিম জানান, রোববার সন্ধ্যার দিকে স্থানীয়রা আউটার রিং রোডে সানসেট পয়েন্ট বীচ রিসোর্টের কাছে শামীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর দুই পায়ের ও কবজির রগ কাটা ছিল। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বক্তব্য
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শামীম নগরীর বন্দর থানার বোরপোল এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। রোববার দুপুরে তিনি একটি ফোন কল পাওয়ার পর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর তথ্য
একজন প্রত্যক্ষদর্শী, যিনি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, দাবি করেন—শামীম নিজেই নিজের পা ও কবজির রগ কেটে ফেলেছিলেন। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় এটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা।
তদন্তের অগ্রগতি
চট্টগ্রাম মহানগর পুলিশের পোর্ট জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, “মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির পেছনের আসল কারণ তদন্তের পরই জানা যাবে।”
# চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয় চবি_শিক্ষার্থী রহস্যজনক_মৃত্যু পুলিশ_তদন্ত আত্মহত্যা_নাকি_খুন