দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো তৃতীয় ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০। নতুন এই সংযোজনের মাধ্যমে সংস্থাটি আন্তর্জাতিক রুটে আরও সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে।
নতুন এয়ারবাসের আগমন
স্পেনের তেরুয়েল শহর থেকে উড্ডয়ন শেষে ৪৩৬ আসনবিশিষ্ট নতুন এয়ারবাসটি মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বহরে তৃতীয় ওয়াইড-বডি সংযোজন
এই সংযোজনের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে এখন তিনটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০ রয়েছে। নতুন বিমানটি সংস্থার ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে চালানোর পরিকল্পনা রয়েছে।
ইউএস-বাংলার বহর ও কার্যক্রম
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোট ২৫টি বিমান রয়েছে— এর মধ্যে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ এবং দশটি এটিআর ৭২-৬০০। বিমানসংখ্যার বিচারে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিমান সংস্থা।
সংস্থাটি বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ১৪টি আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
নতুন এয়ারবাস যুক্ত হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এতে শুধু যাত্রী পরিবহন ক্ষমতাই বাড়বে না, মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গন্তব্যগুলোতে দেশের প্রবাসী ও ব্যবসায়ীদের জন্যও আরও সহজ যোগাযোগের সুযোগ তৈরি হবে।