বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের ঘোষণা দেয় বিএনপি।
নিয়োগের বিস্তারিত
বিএনপি জানায়, হুমায়ুন কবির এখন থেকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব পালন করবেন। এ পদটি দীর্ঘদিন শূন্য ছিল, তার নিয়োগের মধ্য দিয়ে সেই শূন্যতা পূরণ হলো।
আগের পুনর্গঠন
এর আগে ২০২৪ সালের ১৫ জুন বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পুনর্গঠন করেছিল। তখন দলটির চার যুগ্ম মহাসচিব—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং লায়ন আসলাম চৌধুরীকে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে পদোন্নতি দেওয়া হয়।
একই দিনে সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সেলিম প্রিন্স এবং প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানিকেও যুগ্ম মহাসচিব পদে উন্নীত করা হয়।
সর্বশেষ নিয়োগের মাধ্যমে বিএনপির যুগ্ম মহাসচিব পদের সব শূন্যতা পূর্ণ হয়েছে বলে জানিয়েছে দলটি।
# বিএনপি, হুমায়ুন_কবির, যুগ্ম_মহাসচিব, রাজনীতি, তারেক_রহমান