জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হঠাৎ মিছিল ও ভিডিও ভাইরাল হওয়ায় মঙ্গলবার রাতে ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ছাত্রদল, ছাত্রশক্তি ও জাকসু বিক্ষোভ মিছিল করে প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানায়।
ক্যাম্পাসে উত্তেজনার সূচনা
মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকের সংলগ্ন ঢাকা–আরিচা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মিছিল ও সমাবেশ করেন। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের ফেসবুক অ্যাকাউন্টে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ লেখা ব্যানারসহ একটি মিছিলের ভিডিও পোস্ট হলে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে সংগঠনের সহসভাপতি এনামুল হক ও সোহেল রানাকেও দেখা যায়।
ছাত্রলীগ নেতাদের বক্তব্য
ভিডিওতে বক্তারা অভিযোগ করেন, সরকার ‘ক্যাঙ্গারু কোর্টের’ মাধ্যমে প্রহসনমূলক বিচারিক কার্যক্রম চালাচ্ছে। তারা দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার বিচার ও শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ছাত্রদলের মোটরসাইকেল মিছিল
রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মীর মশাররফ হোসেন হলের সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি প্রধান ফটক হয়ে বিশমাইল প্রবেশপথ ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুর হল চত্বরে গিয়ে শেষ হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা কিছুদিন ধরে বেড়ে যাচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বারবার অভিযোগ করেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা হুঁশিয়ারি দিচ্ছি—ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করা হবে।”
ছাত্রশক্তি ও জাকসুর পাল্টা প্রতিক্রিয়া
রাত ৯টার দিকে ছাত্রশক্তি জাবি শাখা মিছিল বের করে জুলাই আন্দোলনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে।
রাত সোয়া ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নেতারাও মিছিল করেন। এতে জাকসুর নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন হল সংসদের নেতারা অংশ নেন।
জাকসুর প্রতিনিধিরা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের পুনরুত্থান প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের দুর্বলতার প্রতিফলন। তারা বলেন, “ছাত্রলীগ কেয়ামত পর্যন্ত ফিরে আসতে পারবে না।”

জাকসু নেতার মন্তব্য
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ছাত্রলীগের এই আস্ফালন বাইরের নয়, ভেতর থেকেই হচ্ছে। জুলাইয়ের হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিচার না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনের ওপর আস্থা হারিয়েছে।”
দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও পরবর্তী পাল্টা প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আবারও অস্থিতিশীল করে তুলেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্যাম্পাসজুড়ে।
#জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয় #ছাত্রলীগ #ছাত্রদল #জাকসু #ছাত্রশক্তি #ক্যাম্পাসরাজনীতি #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 
























