নদীতে গোসল করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে তিন শিশু মারা গেছে এবং দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে চরভাটিয়ানি আমতলা এলাকার আনার সরকারের বাড়ির ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে কয়েকজন স্কুলশিক্ষার্থী একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে পাঁচজন অসাবধানতাবশত নদীর গভীর অংশে তলিয়ে যায়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মৃত ও নিখোঁজদের পরিচয়
সন্ধ্যার মধ্যে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা হল—পলি আক্তার (১২) ও আবু হাসান (৮), প্রবাসী দুধু মিয়ার সন্তান, তারা চরভাটিয়ানি মধ্যপাড়ার বাসিন্দা; এবং সায়েবা আক্তার (৮), নূর ইসলাম নামের এক ব্যক্তির মেয়ে, বাড়ি সরিষাবাড়ী উপজেলার বাউসি গ্রামে।
নিখোঁজ দুই শিশু হল—চরভাটিয়ানি এলাকার কুলসুম ও বৈশাখী।

উদ্ধার অভিযান স্থগিত
জামালপুর ফায়ার সার্ভিসের নেতা রফিকুল ইসলাম জানান, রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে এবং শনিবার সকালে তা পুনরায় শুরু করা হবে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ ঘটনাটি নিশ্চিত করেছেন।
এলাকাজুড়ে শোকের ছায়া
দুই পরিবারের তিন শিশুর মৃত্যুতে পুরো চরভাটিয়ানি আমতলা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা নদীতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও শিশুদের সতর্কতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
#জামালপুর #শিশুমৃত্যু #ঝিনাইনদী #বাংলাদেশ #দুর্ঘটনা
সারাক্ষণ রিপোর্ট 



















