০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যু, শ্বশুরের করা হত্যা মামলা নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে: তারেক রহমান রাতে বাগ্‌বিতণ্ডার পর সকালে ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন জামায়াতের নারী কর্মীদের হয়রানির অভিযোগ, নির্বাচন কমিশনে একাধিক আবেদন বাংলাদেশ ডেইরি বোর্ডের আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ, দুধ উৎপাদন ও মান বাড়ানোর লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কারের টালমাটাল ১৮ মাস, বদলে যাচ্ছে রাজস্ব ব্যবস্থার চিত্র বড় করপোরেট ঋণে লাগাম, বন্ড বাজারে ঝুঁকতে হবে শিল্পগোষ্ঠীগুলো: গভর্নর ড. আহসান এইচ. মনসুর পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসছে আগামী সপ্তাহে বিজিবির অভিযানে ২০২৫ সালে ১৯ হাজার ৮০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ দরপতনের মাঝেও ঘুরে দাঁড়াল ডিএসই, সূচক ঊর্ধ্বমুখী হলেও বেশিরভাগ শেয়ারের দাম কমেছে

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারী ও দুই শিশুর মৃত্যু

গাজীপুরে একটি যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে এক নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ও স্থান
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর জেলার পাবাইল এলাকার পাবাইল বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ওই সময় ওই স্থানে পৌঁছালে নারী ও দুই শিশুকে ধাক্কা দেয়।

নিহতদের পরিচয়
নিহত নারীর পরিচয় হাফেজা খাতুন মালা। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশুকে তার সন্তান বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। তবে শিশুদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

প্রাথমিক ধারণা ও তদন্ত
পাবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী দুই শিশুকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন। তবে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয়দের উদ্ধার ও আলামত
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের কাছে একটি ব্যাগ থেকে একটি ভোটার পরিচয়পত্র উদ্ধার করেন। পুলিশ জানায়, পরিচয়পত্রটি নিহত নারীর বলে ধারণা করা হচ্ছে।

অনিশ্চিত কারণ
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত নারী ও শিশুদের মৃত্যুর পেছনের উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যু, শ্বশুরের করা হত্যা মামলা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারী ও দুই শিশুর মৃত্যু

০৭:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

গাজীপুরে একটি যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে এক নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় ও স্থান
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর জেলার পাবাইল এলাকার পাবাইল বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ওই সময় ওই স্থানে পৌঁছালে নারী ও দুই শিশুকে ধাক্কা দেয়।

নিহতদের পরিচয়
নিহত নারীর পরিচয় হাফেজা খাতুন মালা। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশুকে তার সন্তান বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। তবে শিশুদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

প্রাথমিক ধারণা ও তদন্ত
পাবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী দুই শিশুকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন। তবে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

স্থানীয়দের উদ্ধার ও আলামত
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের কাছে একটি ব্যাগ থেকে একটি ভোটার পরিচয়পত্র উদ্ধার করেন। পুলিশ জানায়, পরিচয়পত্রটি নিহত নারীর বলে ধারণা করা হচ্ছে।

অনিশ্চিত কারণ
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত নারী ও শিশুদের মৃত্যুর পেছনের উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।