গাজীপুরে একটি যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে এক নারী ও তার সঙ্গে থাকা দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় ও স্থান
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর জেলার পাবাইল এলাকার পাবাইল বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ওই সময় ওই স্থানে পৌঁছালে নারী ও দুই শিশুকে ধাক্কা দেয়।
নিহতদের পরিচয়
নিহত নারীর পরিচয় হাফেজা খাতুন মালা। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশুকে তার সন্তান বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর। তবে শিশুদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
প্রাথমিক ধারণা ও তদন্ত
পাবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী দুই শিশুকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন। তবে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্থানীয়দের উদ্ধার ও আলামত
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলের কাছে একটি ব্যাগ থেকে একটি ভোটার পরিচয়পত্র উদ্ধার করেন। পুলিশ জানায়, পরিচয়পত্রটি নিহত নারীর বলে ধারণা করা হচ্ছে।
অনিশ্চিত কারণ
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত নারী ও শিশুদের মৃত্যুর পেছনের উদ্দেশ্য বা প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সারাক্ষণ রিপোর্ট 



















