বাগেরহাটের কারাবন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি করেছেন সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার।
মামলার তথ্য নিশ্চিত করে বাগেরহাট মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান জানান, শনিবার রাতে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
কারাবন্দি অবস্থায় সাদ্দাম
জুয়েল হাসান সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন।
লাশ উদ্ধারের ঘটনা
শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তাদের নয় মাস বয়সী ছেলে নাজিফের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সুবর্ণাকে ঘরের ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির লাশ উদ্ধার করা হয় ঘরের মেঝে থেকে।
কারাফটকে শেষ দেখা
স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পরও সাদ্দামকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। শনিবার সন্ধ্যায় তাদের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে কারাফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের লাশ স্পর্শ করার সুযোগ পান তিনি। এরপর আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান কারা কর্তৃপক্ষ।
দাফন ও জনমত
শনিবার রাত ১২টার দিকে সাবেকডাঙা গ্রামের পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। তবে জানাজায় অংশ নিতে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
পুলিশের বক্তব্য
হত্যা মামলার বিষয়ে ওসি মো. মাসুম খান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
সারাক্ষণ রিপোর্ট 


















