নরসিংদীর রায়পুরা উপজেলায় র্যাব–১১-এর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটজন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটায় অভিযান জোরদার করেছে র্যাব।
অভিযানের বিবরণ
শনিবার ভোরে র্যাব–১১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ আটজনকে আটক করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বিদেশি পিস্তল, ছয়টি দেশি তৈরি বন্দুক, একটি ট্রিগার গান, দুটি এলজি, পাঁচটি পাইপগান, একটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রফিক মিয়া (৪৮), গিয়াস উদ্দিন মিয়া (৪০), শাহিন মিয়া (৪০), জলাল মিয়া (৩৭), পুলিন মিয়া (৩৫), আজিজুল হোসেন (৩২), রাজীব মিয়া (৩০) এবং মজহারুল ইসলাম (২২)।

প্রাথমিক তদন্তের তথ্য
র্যাব জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত ছিল, এবং সাম্প্রতিক বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
র্যাবের অবস্থান
র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অস্ত্র ও অপরাধী চক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতিতে কাজ করছে বাহিনী।
#নরসিংদী #র্যাবঅভিযান #অস্ত্রউদ্ধার #গ্রেপ্তার #বাংলাদেশ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 

















