০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের বড় গম চালান, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের সফর ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব গোপন করলে ভোটের পরেও ব্যবস্থা নেবে ইসি গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারী ও দুই শিশুর মৃত্যু শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল সাদ্দামের জামিন: এবার স্ত্রী ও সন্তানের নীরব কবর দেখবে! পাকিস্তান–ভারত ম্যাচ বয়কটের ইঙ্গিত, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কড়া অবস্থানে পিসিবি বাংলাদেশ প্রশাসন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি কানিজ মৌলা ও মহাসচিব বাবুল মিয়া সমালোচনার ঝড়ে ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগ ভারতের মুসলমানদের কাছে সংস্কার আজ কোনো বিভ্রান্তি নয়, ন্যায়ের লড়াইয়েরই অংশ ইইউ চুক্তি কেন ভারতীয় কৃষকের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি লাভজনক

বাংলা কবিতা দিবসে নয়নপুরে দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

কবিতার আবহে দিনভর উৎসব

বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলার নয়নপুরের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়। টানা ১১তম বারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে ছিল বইমেলা ছাড়াও স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান।

শুভ উদ্বোধনে পায়রা উড়াল

সকালে কবিতার মতো শুভ্র ১২টি পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রয়াত কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের সহধর্মিণী আফরুনা বাবলি, তাঁর ছোট ভাই শাহনূর মাহমুদ এবং কবি বকুল আশরাফ। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টঙ্গী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর ও সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী।

আলোচনা সভা ও স্মরণ

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি মো. শওকত সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়। স্মৃতিচারণ করেন কবি বকুল আশরাফ ও প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী।

কবি সাযযাদ কাদির, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, তাঁদের মমতাময়ী মা-বাবা এবং বাংলা কবিতা দিবসের প্রাথমিক আয়োজক প্রয়াত লক্ষণ চন্দ্র দেবনাথসহ প্রয়াত কবি ও সাহিত্যপ্রেমীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন বই ও পুরস্কার প্রদান

এই আয়োজনে কবি মাহমুদ মৌসুমের “৩৬শে জুলাইয়ের কবিতা” বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক অসীম বিভাকর, প্রফেসর রফিকুল ইসলাম, লিয়াকত চৌধুরী ও কবি বকুল আশরাফ।

সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার পান ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনিকা দেবনাথ তিথি। পুরস্কার তুলে দেন আফরুনা বাবলি ও শাহনূর মাহমুদ।

‘কবিতার দায় অথবা দায়মুক্তি’ আলোচনা পর্ব

অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ‘কবিতার দায় অথবা দায়মুক্তি’ শীর্ষক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, লেখক ও রসায়নবিদ সাঈদ চৌধুরী, কবি আহাম্মাদুল কবির ও কবি পথিক রানা।

দেশজুড়ে কবিদের মিলনমেলা

ঢাকাসহ সারাদেশ থেকে অর্ধশতাধিক কবি অংশ নেন এই আয়োজনে। স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে বাংলা কবিতা দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। ১৬টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ অংশগ্রহণকারী কবিদের ১৬টি স্টলে বইমেলার প্রাণবন্ততা আরও বেড়ে যায়।

কবিতা ও সঙ্গীতের সম্মিলন

আবৃত্তি করেন কবি মাহমুদ মৌসুম, বার্থা গীতি বাড়ৈ, রেহেনা সুলতানা, পথিক রানা, আশরাফুল, গোলাপ আমিন, বকুল আশরাফ, তাসফিয়া, মেহেজাবিন, লুৎফর রহমান স্বদেশী, মাহফুজ সরকার ও অধ্যাপক অসীম বিভাকরসহ বহু কবি।

বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ‘বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র’ ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরিবেশনা করে গান ও নৃত্যনাট্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজেদা রোজী ও মিঠুন সিদ্দিকী; পরিচালনায় ছিলেন সংগীত শিক্ষক লিমা খাতুন ও নৃত্য শিক্ষক ইমদাদুল হক মিলন।

সাযযাদ কাদিরের উদ্যোগে শুরু বাংলা কবিতা দিবস

উল্লেখযোগ্যভাবে, প্রয়াত সাংবাদিক, কবি ও লেখক সাযযাদ কাদির ২০০৪ সালে বাংলা কবিতা দিবসের প্রবর্তন করেন। ২০১৪ সাল থেকে গাজীপুরের নয়নপুরে নিয়মিতভাবে এ দিবস উদযাপন করে আসছে স্থানীয় কবি ও সংস্কৃতিপ্রেমীরা।

 

 

 

 

#বাংলা_কবিতা_দিবস #গাজীপুর #বইমেলা #সাযযাদ_কাদির #বাংলা_সাহিত্য #সারাক্ষণ_রিপোর্ট

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের বড় গম চালান, বাণিজ্যিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূতের সফর

বাংলা কবিতা দিবসে নয়নপুরে দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

০৭:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

কবিতার আবহে দিনভর উৎসব

বাংলা কবিতা দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলার নয়নপুরের কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়। টানা ১১তম বারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে ছিল বইমেলা ছাড়াও স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার প্রদান, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান।

শুভ উদ্বোধনে পায়রা উড়াল

সকালে কবিতার মতো শুভ্র ১২টি পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রয়াত কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের সহধর্মিণী আফরুনা বাবলি, তাঁর ছোট ভাই শাহনূর মাহমুদ এবং কবি বকুল আশরাফ। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টঙ্গী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর ও সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী।

আলোচনা সভা ও স্মরণ

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি মো. শওকত সিদ্দিকীর সভাপতিত্বে ও প্রভাষক শাহানা আক্তার শিলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়। স্মৃতিচারণ করেন কবি বকুল আশরাফ ও প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী।

কবি সাযযাদ কাদির, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, তাঁদের মমতাময়ী মা-বাবা এবং বাংলা কবিতা দিবসের প্রাথমিক আয়োজক প্রয়াত লক্ষণ চন্দ্র দেবনাথসহ প্রয়াত কবি ও সাহিত্যপ্রেমীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন বই ও পুরস্কার প্রদান

এই আয়োজনে কবি মাহমুদ মৌসুমের “৩৬শে জুলাইয়ের কবিতা” বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক অসীম বিভাকর, প্রফেসর রফিকুল ইসলাম, লিয়াকত চৌধুরী ও কবি বকুল আশরাফ।

সাযযাদ কাদির স্মৃতি পুরস্কার পান ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মনিকা দেবনাথ তিথি। পুরস্কার তুলে দেন আফরুনা বাবলি ও শাহনূর মাহমুদ।

‘কবিতার দায় অথবা দায়মুক্তি’ আলোচনা পর্ব

অধ্যাপক অসীম বিভাকরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ‘কবিতার দায় অথবা দায়মুক্তি’ শীর্ষক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, লেখক ও রসায়নবিদ সাঈদ চৌধুরী, কবি আহাম্মাদুল কবির ও কবি পথিক রানা।

দেশজুড়ে কবিদের মিলনমেলা

ঢাকাসহ সারাদেশ থেকে অর্ধশতাধিক কবি অংশ নেন এই আয়োজনে। স্থানীয় শিশু-কিশোরদের মধ্যে বাংলা কবিতা দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। ১৬টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানসহ অংশগ্রহণকারী কবিদের ১৬টি স্টলে বইমেলার প্রাণবন্ততা আরও বেড়ে যায়।

কবিতা ও সঙ্গীতের সম্মিলন

আবৃত্তি করেন কবি মাহমুদ মৌসুম, বার্থা গীতি বাড়ৈ, রেহেনা সুলতানা, পথিক রানা, আশরাফুল, গোলাপ আমিন, বকুল আশরাফ, তাসফিয়া, মেহেজাবিন, লুৎফর রহমান স্বদেশী, মাহফুজ সরকার ও অধ্যাপক অসীম বিভাকরসহ বহু কবি।

বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ‘বৃত্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র’ ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরিবেশনা করে গান ও নৃত্যনাট্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাজেদা রোজী ও মিঠুন সিদ্দিকী; পরিচালনায় ছিলেন সংগীত শিক্ষক লিমা খাতুন ও নৃত্য শিক্ষক ইমদাদুল হক মিলন।

সাযযাদ কাদিরের উদ্যোগে শুরু বাংলা কবিতা দিবস

উল্লেখযোগ্যভাবে, প্রয়াত সাংবাদিক, কবি ও লেখক সাযযাদ কাদির ২০০৪ সালে বাংলা কবিতা দিবসের প্রবর্তন করেন। ২০১৪ সাল থেকে গাজীপুরের নয়নপুরে নিয়মিতভাবে এ দিবস উদযাপন করে আসছে স্থানীয় কবি ও সংস্কৃতিপ্রেমীরা।

 

 

 

 

#বাংলা_কবিতা_দিবস #গাজীপুর #বইমেলা #সাযযাদ_কাদির #বাংলা_সাহিত্য #সারাক্ষণ_রিপোর্ট