বেসরকারি উদ্যোগে নতুন সুর
ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে তিন সপ্তাহব্যাপী কপ৩০-এর প্রস্তুতিমূলক আয়োজন। প্রায় এক লাখ কোম্পানির প্রতিনিধিত্বকারী ব্যবসায়ী জোট নবায়নযোগ্য জ্বালানি ও অভিযোজন তহবিল দ্রুত সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। বিশ্বজুড়ে বাণিজ্য সংঘাত, যুদ্ধ ও নির্বাচনঘন পরিস্থিতি জলবায়ু আলোচনার গতি শ্লথ করেছে।
সাও পাওলো ও রিওতে আঞ্চলিক সরকারগুলো নিজস্ব পরিকল্পনা জাতীয় লক্ষ্যের সঙ্গে মিলিয়ে নিচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, নিবন্ধন ও উচ্চপর্যায়ের উপস্থিতি আগের বছরের তুলনায় অনেক কম। আয়োজকেরা আশা করছেন, বেলেমের এই পর্ব মূল সম্মেলনের আগে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
গতি ফিরে পাওয়া না সতর্ক সংকেত
বিশেষজ্ঞদের মতে, এবার পরীক্ষা হবে—রাজনৈতিক নেতৃত্ব দুর্বল থাকলেও স্থানীয় সরকার ও করপোরেট অংশীদাররা কি জলবায়ু তাগিদ ধরে রাখতে পারে। প্রেসিডেন্ট লুলা কপ৩০-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন; নজর থাকবে ব্রাজিল কি বন উজাড়, জ্বালানি ও অর্থায়নে বাস্তব অগ্রগতি দেখাতে পারে কি না। অনেকের চোখে বেলেম ২০২৫ হলো সেই মুহূর্ত, যা নির্ধারণ করবে প্যারিস চুক্তির গতি আরেক দশক টিকে থাকবে কি না।
সারাক্ষণ রিপোর্ট 



















