বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সম্মেলনে বড় সাফল্যের দাবি করেছে ভারতের কেরালা রাজ্য। রাজ্য সরকার জানিয়েছে, চলতি সম্মেলনে প্রধানত ভারতীয় বিভিন্ন সংস্থার কাছ থেকে এক লাখ সতেরো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই অঙ্ক আন্তর্জাতিক বাজারে কেরালার প্রতি বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দাভোসে কেরালার উপস্থাপনা
শিল্পমন্ত্রী পি রাজীবের নেতৃত্বে কেরালা সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দাভোসে রাজ্যের শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ তুলে ধরে। বৈশ্বিক শিল্পনেতা ও নীতিনির্ধারকদের সামনে কেরালার সম্ভাবনা, অবকাঠামো এবং নীতিগত সুবিধাগুলো ব্যাখ্যা করা হয়। প্রতিনিধি দলের দাবি, তাদের এই উপস্থাপনায় ব্যাপক সাড়া মিলেছে।

বিনিয়োগের ক্ষেত্র ও আগ্রহ
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বিনিয়োগ ও আগ্রহপত্রের আওতায় নবায়নযোগ্য জ্বালানি, বৈশ্বিক সক্ষমতা কেন্দ্র, দক্ষতা উন্নয়ন, আর্থিক পরিষেবা, পর্যটন, সুস্থতা খাত, চিকিৎসা অবকাঠামো এবং উৎপাদন শিল্প অন্তর্ভুক্ত রয়েছে। ঐতিহ্যবাহী খাতের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পে কেরালার বিস্তার ঘটানোর পরিকল্পনার অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী পি রাজীবের বক্তব্য
শিল্পমন্ত্রী পি রাজীব জানান, মাত্র পাঁচ দিনের মধ্যেই দেশি ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানের সঙ্গে বিস্তারিত আলোচনা ও বৈঠক হয়েছে। তাঁর ভাষায়, দাভোসে অনুষ্ঠিত এই বৈঠকগুলো কেরালার জন্য দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। তিনি বলেন, জানুয়ারির উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কেরালা একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে।

টানা দ্বিতীয় বছর কেরালার অংশগ্রহণ
টানা দ্বিতীয় বছরের মতো দাভোসে অংশ নেয় কেরালার পাঁচ সদস্যের প্রতিনিধিদল। এর মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক মঞ্চে কেরালার সক্রিয় উপস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা স্পষ্ট হয়েছে। রাজীব বিনিয়োগকারীদের কেরালা সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, প্রস্তাবিত অনেক বিনিয়োগই টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

দাভোসে কেরালার প্যাভিলিয়ন ও আলোচনা
সম্মেলনে কেরালার প্যাভিলিয়নে তুলে ধরা হয় ভারত ও বৈশ্বিক বিনিয়োগের প্রবেশদ্বার হিসেবে রাজ্যের অবস্থান। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সংলাপের গুরুত্বের কথাও সেখানে জোর দিয়ে বলা হয়। শিল্পমন্ত্রী দাবি করেন, দূরদর্শী নীতির কারণেই কেরালা ব্যবসা সহজীকরণে শীর্ষস্থানে রয়েছে এবং এসব আলোচনা ভবিষ্যৎ অংশীদারিত্বের পথ খুলে দিয়েছে।
কেরালা ইভনিং ও সামাজিক কাঠামো
সম্মেলনের এক পর্যায়ে আয়োজিত কেরালা ইভনিং অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের শক্তিশালী নেটওয়ার্ক এবং সামাজিক কাঠামো তুলে ধরা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয়, নেতৃত্বের ভূমিকায় নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ কেরালাকে অন্যদের থেকে আলাদা করেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















