রাজধানীর শাহজাহানপুর এলাকায় সোমবার রাতে ২১ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুরভী আক্তার মাহফুজা।
তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নুরুল হকের মেয়ে এবং আজিজুর রহমানের স্ত্রী।
মরদেহ উদ্ধার ও প্রাথমিক ব্যবস্থা
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, রাত প্রায় ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বামীর রহস্যজনক নিখোঁজ হওয়া
ঘটনার পর থেকে সুরভীর স্বামী আজিজুর রহমান পলাতক বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মহসিন তালুকদার।
ঘটনাটি কীভাবে ঘটেছে তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















