০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৪৪) পাঁচ হাজার ডলারের পথে সোনা, ২০২৬ সালেও ঊর্ধ্বগতি অব্যাহত থাকার আভাস জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফা কমছে, ছয় মাসের মধ্যে দ্বিতীয় দফা কাটছাঁট স্বর্ণের দামে নতুন ইতিহাস, আউন্সপ্রতি ছাড়াল ৪৪০০ ডলার এনসিপি নেতাকে গুলি: নারী সঙ্গী পলাতক, ফ্ল্যাট থেকে মাদকসংশ্লিষ্ট আলামত উদ্ধার তারেক রহমানের দেশে ফেরা সামনে রেখে শঙ্কার কথা জানালেন মির্জা আব্বাস গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান তিন যুগ, তিন ফাইনাল, একই বাধা ভারত—সারফরাজের নামেই আবার পাকিস্তানের জয়গাথা সোশ্যাল মিডিয়া যাচাইয়ে জট, দেশে ফেরা থামাচ্ছেন ভারতীয় কর্মীরা

শিল্পকে ছাড় দিয়ে ইইউর ২০৪০ জলবায়ু লক্ষ্যমাত্রা চূড়ান্ত”

৯০ শতাংশ লক্ষ্য, তবে নমনীয়তা থাকছে
বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিবেশমন্ত্রীদের বৈঠকে ১৯৯০ সালের মাত্রা থেকে ২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যাতে আসন্ন ব্রাজিলের কপ৩০ শীর্ষ সম্মেলনে ইইউ স্পষ্ট প্রতিশ্রুতি দেখাতে পারে। তবে এই লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ছাড় রাখা হয়েছে—সদস্য রাষ্ট্রগুলো তাদের লক্ষ্য পূরণের ৫ শতাংশ পর্যন্ত বিদেশি কার্বন ক্রেডিট কিনে পূরণ করতে পারবে, ফলে বাস্তবে ঘরোয়া নির্গমন কমানোর চাপ প্রায় ৮৫ শতাংশে নেমে আসবে। সমর্থকদের দাবি, এ ধরনের নমনীয়তা না দিলে জ্বালানি-নির্ভর ও ভারী শিল্পগুলো ইউরোপ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঝুঁকি থাকত। পরিবেশকর্মীরা অবশ্য বলছেন, এতে ইইউর দীর্ঘদিনের ‘জলবায়ু নেতৃত্বের’ দাবিই দুর্বল হয়ে গেল।

বিনিয়োগধারায় অনিশ্চয়তা
ইতিমধ্যেই ইউরোপের কোম্পানিগুলোকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, কঠোর সাপ্লাইচেইন নিয়ম ও প্রতিযোগিতামূলক বাজারের চাপে পড়তে হচ্ছে; ফলে কয়েকটি দেশ শুরু থেকেই অপেক্ষাকৃত শিথিল শর্ত চাইছিল। ব্রাসেলস আশা করছে, চূড়ান্ত এই সমঝোতা বিনিয়োগকারীদের জানিয়ে দেবে যে দিকনির্দেশনা এখনো গভীর ডিকার্বনাইজেশনেরই, যদিও গতি খাতভেদে আলাদা হতে পারে। এখন নজর থাকবে সদস্য দেশগুলো কীভাবে লক্ষ্যটি তাদের জাতীয় আইনে যুক্ত করে এবং ইউরোপীয় পার্লামেন্ট কপ৩০ শুরুর আগেই এই শিথিল ধারাগুলোর কিছুটা শক্ত করতে চায় কি না।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৪৪)

শিল্পকে ছাড় দিয়ে ইইউর ২০৪০ জলবায়ু লক্ষ্যমাত্রা চূড়ান্ত”

০৭:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

৯০ শতাংশ লক্ষ্য, তবে নমনীয়তা থাকছে
বুধবার ইউরোপীয় ইউনিয়নের পরিবেশমন্ত্রীদের বৈঠকে ১৯৯০ সালের মাত্রা থেকে ২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যাতে আসন্ন ব্রাজিলের কপ৩০ শীর্ষ সম্মেলনে ইইউ স্পষ্ট প্রতিশ্রুতি দেখাতে পারে। তবে এই লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ছাড় রাখা হয়েছে—সদস্য রাষ্ট্রগুলো তাদের লক্ষ্য পূরণের ৫ শতাংশ পর্যন্ত বিদেশি কার্বন ক্রেডিট কিনে পূরণ করতে পারবে, ফলে বাস্তবে ঘরোয়া নির্গমন কমানোর চাপ প্রায় ৮৫ শতাংশে নেমে আসবে। সমর্থকদের দাবি, এ ধরনের নমনীয়তা না দিলে জ্বালানি-নির্ভর ও ভারী শিল্পগুলো ইউরোপ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঝুঁকি থাকত। পরিবেশকর্মীরা অবশ্য বলছেন, এতে ইইউর দীর্ঘদিনের ‘জলবায়ু নেতৃত্বের’ দাবিই দুর্বল হয়ে গেল।

বিনিয়োগধারায় অনিশ্চয়তা
ইতিমধ্যেই ইউরোপের কোম্পানিগুলোকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, কঠোর সাপ্লাইচেইন নিয়ম ও প্রতিযোগিতামূলক বাজারের চাপে পড়তে হচ্ছে; ফলে কয়েকটি দেশ শুরু থেকেই অপেক্ষাকৃত শিথিল শর্ত চাইছিল। ব্রাসেলস আশা করছে, চূড়ান্ত এই সমঝোতা বিনিয়োগকারীদের জানিয়ে দেবে যে দিকনির্দেশনা এখনো গভীর ডিকার্বনাইজেশনেরই, যদিও গতি খাতভেদে আলাদা হতে পারে। এখন নজর থাকবে সদস্য দেশগুলো কীভাবে লক্ষ্যটি তাদের জাতীয় আইনে যুক্ত করে এবং ইউরোপীয় পার্লামেন্ট কপ৩০ শুরুর আগেই এই শিথিল ধারাগুলোর কিছুটা শক্ত করতে চায় কি না।