ডাক
তুমি ডাকলে না আমায়,
এলেও না কাছে-
অথচ তোমার স্বর,
এখনো কানে- কোকিলের মত বসন্তের বাতাসে।
যন্ত্র ভরা কোলাহলের এ শহর ছেড়ে,
মনে হয় ছুটে যাই- তোমার স্নিগ্ধ ছায়ায়,
তখনও কি রাখবে নিজেকে-
আড়ালে-আবডালে?
মিথ্যে মায়া হোক, ক্ষতি নেই-
তবুও একটিবার-
ডাকো না তুমি আমায়….
শিবলী আহম্মেদ সুজন 



















