বুধবার ঢাকার একটি আদালত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এবং তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলাটি করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি, যিনি অভিযোগ করেছেন যে আলম ও তাঁর সহযোগী তাঁকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেছেন।
আদালতের নির্দেশ
ঢাকা মহানগর হাকিম অতিরিক্ত প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বুধবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ নির্দেশ আসে মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরীর দাখিল করা আবেদন অনুসারে।
জিয়াউর রহমান জানান, অভিযুক্ত দুইজনই জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং আদালতে হাজির হননি। তিনি বলেন, “এই কারণেই আমরা আদালতের কাছে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি।”
বিবাহবিচ্ছেদ ও বিরোধের সূত্র
মামলার নথি অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে হিরো আলম কয়েক মাস আগে তাঁর স্ত্রী রিয়া মনিকে তালাক দেন এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেন।
এরপর ২১ জুন রিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি মীমাংসার জন্য হাতিরঝিল এলাকার একটি বাড়িতে ডাকা হয়। সেখানে হিরো আলম ও তাঁর সঙ্গে থাকা ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাঁদের সঙ্গে অশালীন আচরণ ও মৌখিকভাবে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
হামলা ও চুরির অভিযোগ
পরে অভিযুক্তরা রিয়ার বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তাঁকে মারধর করে শারীরিকভাবে আহত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলার সময় রিয়ার গলা থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
মামলা দায়ের
ঘটনার দুই দিন পর, অর্থাৎ ২৩ জুন, রিয়া মনি হাতিরঝিল থানায় হিরো আলম ও তাঁর সহযোগীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
#হিরোআলম #হত্যাচেষ্টা #ঢাকাআদালত #গ্রেপ্তারিপরোয়ানা #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















