মহেশপুর সীমান্তে বিএসজি’র অভিযান
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ।
কখন এবং কোথায় অভিযান
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
আটকদের মধ্যে রয়েছেন—
• তুফান (২৬), পিতা মনিরুল, বাড়ি মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রাম
• দুলালি মণ্ডল (৬৭), পিতা অর্জুন বিশ্বাস, বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কালিনগর গ্রাম
• বিকাশ অধিকারী, পিতা নিমাই অধিকারী, বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার অধিকারীবাড়ি গ্রাম
বিজিবির দুইটি পৃথক টহল দলের অভিযান
বিজিবি জানায়, খোশালপুর বিওপির নায়েব সুবেদার তাপস কুমার সরকারের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৮৬-আর এলাকার কাছে অভিযান চালায়। সেখানে তুফানসহ চারজন বাংলাদেশিকে আটক করা হয়; তাদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী ছিলেন।
আরেকটি পৃথক অভিযানে কুমিল্লাপাড়া বিওপির নায়েক মো. আহমেদ আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৫২-আর এলাকায় ভারত প্রবেশের চেষ্টা করার সময় আরও একজনকে আটক করে।
আটক ব্যক্তিদের হস্তান্তর
আটক নারীদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, রবিবার আটক পুরুষদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
#ঝিনাইদহ #মহেশপুর #বিজিবি #সীমান্ত #অবৈধপ্রবেশ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















