বাগেরহাট জেলা কারাগারে আটক ভারতের দক্ষিণ ২৪ পরগনার এক জেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা—হৃদযন্ত্রজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে।
ভারতীয় বন্দির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগারে আটক ভারতীয় জেলে বাবলু দাস শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ২৫ বছর বয়সী ছিলেন। শনিবার ময়নাতদন্তের পর তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।
নিহতের পরিচয়
বাবলু দাস ভারতের দক্ষিণ ২৪ পরগনার হারু পয়েন্ট উপকূল থানার কালিনগর পশ্চিমের গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন জেলে।
কীভাবে গ্রেপ্তার হন
১৪ জুলাই বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী তাঁকে আটক করে। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
অসুস্থতা ও মৃত্যুর ঘটনা
জেলার মো. মোস্তফা কামাল জানান, কারাগারের বাথরুম ব্যবহারের সময় হঠাৎ বাবলু দাস অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
ময়নাতদন্ত ও পরবর্তী ব্যবস্থা
শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়। এ বিষয়ে ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার জানান, ময়নাতদন্তের পর বাবলু দাসের মরদেহ হিমঘরেই রাখা আছে।
পূর্বের আটক অভিযান
১৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করে। বাবলু দাস তাঁদেরই একজন ছিলেন।
বর্তমানে চারটি পৃথক অভিযানে আটক মোট ৭০ জন ভারতীয় জেলে বাগেরহাট জেলা কারাগারে বন্দী রয়েছেন।
#tags ভারতীয়_জেলে বাগেরহাট কারাগার মৃত্যু বাংলাদেশ_জলসীমা নৌবাহিনী
সারাক্ষণ রিপোর্ট 


















