নোয়াখালীর মাইজদী শহরে শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। জেলা পরিষদের উত্তর সোনাপুর এলাকায় এ সময় পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
ভিডিওতে যা দেখা গেছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়—
- ১৪–১৫ জন নেতা-কর্মী মুখে মাস্ক বা গামছা বেঁধে একটি শাখা সড়ক দিয়ে এসে মূল মহাসড়কে প্রবেশ করেন।
- তাদের একজন সড়কের ওপর একটি টায়ার রেখে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
- এ সময় তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।
- একই সঙ্গে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পুলিশের মন্তব্য
পুলিশ জানায়—
- টায়ার জ্বালানো ও ফটকা ফাটিয়ে এলাকায় ভীতি সৃষ্টির চেষ্টা করেছেন নিষিদ্ধ সংগঠনের সদস্যরা।
- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তারা দ্রুত সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সারাক্ষণ রিপোর্ট 


















