গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। পুলিশ দাবি করেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত।
ঘটনার সময় ও স্থান
রবিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে
স্থান: কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক
ঘটনা নিশ্চিত করেন: কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন

পুলিশের দাবি
ওসি কামাল হোসেন জানান—
- আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত অংশের কয়েকজন নেতা-কর্মী রাস্তায় গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।
- গাছ পড়ে সড়কের দুই পাশে যান আটকে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
- ঢাকাগামী ‘হামিম পরিবহনের’ একটি বাস এসময় ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা
- খবর পাওয়ার পর কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
- তারা সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে।
- ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
#কাশিয়ানী #সড়কঅবরোধ #গোপালগঞ্জ #ইত্তেফাক #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















