ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বুলডোজার নিয়ে যাওয়া একটি দলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দলকে ‘রাজাকার বাহিনী’ বলে অভিহিত করেন।
শাওনের ফেসবুক প্রতিক্রিয়া
সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন—
‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে-বাতাসে মিশে আছে, সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!!’

তার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি ঘটনাটিকে অত্যন্ত সংবেদনশীলভাবে দেখছেন এবং এমন পদক্ষেপকে স্বাধীনতার ইতিহাস ও স্মৃতির প্রতি অশ্রদ্ধা হিসেবে মনে করছেন।
ধানমন্ডি ৩২–এ বুলডোজার
আজ ঢাকার সিটি কলেজের সামনে দিয়ে
দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হয়।
একদল মানুষ বুলডোজারের সঙ্গে এগোচ্ছিলেন এবং পরিচয় জানতে চাইলে জানান—
এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা উপস্থিত আছেন।

পুলিশের মন্তব্য
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন—
‘আমরা কোনোভাবেই কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।’
শাওনের তীব্র প্রতিক্রিয়া, বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়া দল এবং পুলিশের সতর্ক অবস্থান—সব মিলিয়ে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















