১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার জামায়াতের: ডা. শফিকুর রহমান শিরোপা রাজশাহীর ঘরে, তানজিদের সেঞ্চুরি আর বিনুরার তাণ্ডবে ভেঙে পড়ল চট্টগ্রাম ‘বাঙালি’ তকমা দিয়ে গণহত্যা আড়াল করছে মিয়ানমার: ঢাকার কড়া আপত্তি তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রামে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ভাটারার নতুন বাজারে অগ্নিকাণ্ড, একাধিক দোকান ভস্মীভূত মৃত্যু নাকি আত্মহত্যা, প্রশ্নের মুখে সুবীর বিশ্বাসের ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা ভাঙ্গায় মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে যুবকের মৃত্যু, প্রতিষ্ঠান সিলগালা “হ্যাঁ” “না” ভোট ও খাল কাটার সেইসব দিনগুলি শাসনক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি মির্জা ফখরুল নির্বাচনী জনসভায় চেয়ার নিয়ে বিরোধ, বিএনপি ও যুবদলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে

  • Sarakhon Report
  • ০৪:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 74

রাজধানীর মেট্রোরেলে ভ্রমণের জন্য ব্যবহৃত র‌্যাপিড ও এমআরটি পাস এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবার ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে রিচার্জ করা সম্ভব হবে।

সকালে আগারগাঁও স্টেশনে অনলাইন রিচার্জের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)-র নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রত্যাশিত। অনলাইন রিচার্জ চালুর মাধ্যমে গণপরিবহন আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে।’

তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুইটি করে ভ্যালিডেশন মেশিন স্থাপন করা হয়েছে। ‘আপনি বাড়ি থেকে বা স্টেশনের বাইরে বসেই রিচার্জ করতে পারবেন। এরপর স্টেশনে এসে মেশিনে ট্যাপ করলে রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়েছে কি না দেখে নিতে পারবেন,’ বলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে নীতিগত সহায়তা দেওয়া। ডিএমটিসিএল দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ‘ভবিষ্যতে যাত্রীরা যেন স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে টিকিট কেনা থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত নির্বিঘ্ন অভিজ্ঞতা পান, সেটিই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

 

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার জামায়াতের: ডা. শফিকুর রহমান

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে

০৪:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

রাজধানীর মেট্রোরেলে ভ্রমণের জন্য ব্যবহৃত র‌্যাপিড ও এমআরটি পাস এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবার ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে রিচার্জ করা সম্ভব হবে।

সকালে আগারগাঁও স্টেশনে অনলাইন রিচার্জের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)-র নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রত্যাশিত। অনলাইন রিচার্জ চালুর মাধ্যমে গণপরিবহন আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে।’

তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুইটি করে ভ্যালিডেশন মেশিন স্থাপন করা হয়েছে। ‘আপনি বাড়ি থেকে বা স্টেশনের বাইরে বসেই রিচার্জ করতে পারবেন। এরপর স্টেশনে এসে মেশিনে ট্যাপ করলে রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়েছে কি না দেখে নিতে পারবেন,’ বলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে নীতিগত সহায়তা দেওয়া। ডিএমটিসিএল দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ‘ভবিষ্যতে যাত্রীরা যেন স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে টিকিট কেনা থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত নির্বিঘ্ন অভিজ্ঞতা পান, সেটিই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।