তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরে অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আগামী রোববার নগরের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজিত জনসমাবেশকে ঘিরে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর থাকবে শনিবার ও রোববার।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সিদ্ধান্ত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সিএমপি অর্ডিন্যান্স ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতা প্রয়োগ করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ড্রোন উড্ডয়নে কঠোর নিষেধাজ্ঞা
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনসমাবেশ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নীতিমালা ২০২০-এর ধারা ৯ ও ১৩ অনুযায়ী কোনো ধরনের অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অস্ত্র ও বিপজ্জনক বস্তু বহনে নিষেধ
একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বল্লম, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য কিংবা ইট-পাথরের মতো বিপজ্জনক বস্তু বহন বা ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো ধরনের প্রতীক, স্লোগান বা প্রচারও নিষিদ্ধ থাকবে।
আইন অমান্যে ব্যবস্থা
গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাক্ষণ রিপোর্ট 



















