বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে এক মা নিজ সন্তানদের হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার স্থান ও সময়
মঙ্গলবার বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খলিশা কান্দি গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মা সাদিয়া মোস্তারিমের বয়স ২৪ বছর। তিনি শাহাদত হোসেন কাজলের স্ত্রী। নিহত দুই সন্তানের নাম সাইফ (৭) এবং সাইফা (৫)।

ঘটনার বিবরণ
শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাড়ির মধ্যে সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই ঘরে তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে পারিবারিক বিরোধ থেকেই এই চরম পদক্ষেপ নিতে পারেন সাদিয়া।
পুলিশি ব্যবস্থা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
#বগুড়া #শাহজাহানপুর #মা_ও_সন্তানের_মৃত্যু #পারিবারিক_কলহ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















