দক্ষিণ কেরানীগঞ্জের রাসুলপুর মাতৃছায়া এ হক আইডিয়াল একাডেমিতে ভূমিকম্প প্রস্তুতি মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহড়ায় শিক্ষার্থীদের দ্রুত ও শৃঙ্খলাভাবে কক্ষ ত্যাগ, সিঁড়ি ব্যবহার ও খোলা স্থানে জড়ো হওয়ার কৌশল শেখানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় বড় ভূমিকম্প হলে প্রাণহানি কমাতে এ ধরনের মহড়া অত্যন্ত জরুরি।
বিদ্যালয়ে ঝুঁকি কমাতে প্রাথমিক প্রস্তুতি
মহড়ায় প্রথমে শ্রেণিকক্ষে ভূমিকম্পের পরিস্থিতি ধরনা দিয়ে শিক্ষার্থীদের টেবিলের নিচে আশ্রয় নেওয়া এবং ‘ডাক, কভার, হোল্ড’ পদ্ধতি দেখানো হয়। এরপর নির্দিষ্ট সংকেত শুনে কীভাবে ভিড় না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, তা হাতে-কলমে শেখানো হয়। শিক্ষক ও স্টাফদেরও জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার ভূমিকা বোঝানো হয়।
উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে সচেতনতা বৃদ্ধি
বিশেষজ্ঞদের মতে, ঢাকা ও আশপাশের অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ জোনে থাকায় স্কুল–কলেজ পর্যায়ে এ ধরনের মহড়া নিয়মিত হওয়া প্রয়োজন। ফায়ার সার্ভিস জানায়, তারা পর্যায়ক্রমে কেরানীগঞ্জসহ বিভিন্ন থানার শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মহড়া চালিয়ে যাবে। স্থানীয়দের ধারণা, সচেতনতা ও অনুশীলন বাড়লে বড় দুর্যোগের সময় আতঙ্ক কমে, প্রাণহানি ও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সারাক্ষণ রিপোর্ট 



















