মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি ঝুপড়ি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উদ্ধারকর্মীরা জানান, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (এফএসসিডি) বিভিন্ন স্টেশন থেকে মোট ১৬টি ইউনিট পাঠানো হয়। এর মধ্যে ১৩টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার তলহা বিন জাশিম জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
#করাইল_অগ্নিকাণ্ড #ঢাকা_সংবাদ #ফায়ার_সার্ভিস #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 



















