বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুরবস্থাগ্রস্ত শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কর্মীদের বেতন কমানোর নির্দেশ দিয়েছে। ব্যাংকটি গঠনে যেসব ব্যাংক একীভূত হয়েছে—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক—এসব ব্যাংকের কর্মীদের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তারল্য সংকট মোকাবিলায় বেতন কমানো
সম্মিলিত ইসলামী ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, ৩৫০ কোটি টাকা তারল্য সহায়তা বরাদ্দ দেওয়ার সময়ই বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, ব্যাংকের আয় যখন কমে যায় বা লোকসান হয়, তখন কর্মীদের বেতন দিতে হয় আমানতকারীদের টাকা থেকে। তিনি উদাহরণ দিয়ে জানান, গত বছর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয় ছিল নেতিবাচক, তবু তারা আমানতকারীদের অর্থ থেকে ৬৫০ কোটি টাকা বেতন বাবদ ব্যয় করেছে। বর্তমানে এফএসআইবি ও এসআইবিএলের কর্মীরা কেবল আংশিক বেতন তুলতে পারছেন।
গভর্নরের নির্দেশ: দ্রুত বাস্তবায়ন
ব্যাংকগুলোর মারাত্মক তারল্য সংকট ও আর্থিক অনিয়ম বিবেচনায় নিয়ে গভর্নর দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

অস্থায়ী ব্যবস্থা, পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারদরের বেতন
মুখপাত্র আরও জানান, এটি একটি সাময়িক সিদ্ধান্ত এবং পুনর্গঠনের অংশ। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা বাজারদরের ভিত্তিতে বেতন পাবেন।
ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা ও নতুন ব্যাংক অনুমোদন
৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক পাঁচটি শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংককে অকার্যকর ঘোষণা করে এবং প্রশাসক নিয়োগ দেয়।
পরবর্তীতে ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মানসুরের সভাপতিত্বে বিশেষ অনলাইন সভায় পাঁচটি ব্যাংক একত্রিত করে নতুন রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চালুর জন্য প্রাথমিক অনুমোদন দেওয়া হয়।
#BangladeshBank #সম্মিলিতইসলামীব্যাংক #বেতনকমানো #তারল্যসংকট #শরিয়াভিত্তিকব্যাংক
সারাক্ষণ রিপোর্ট 



















