সৌদি মহাকাশ সংস্থা ঘোষণা করেছে যে দেশের দুইটি উপগ্রহ সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ অভিযানে উৎক্ষেপণ করা হয়েছে। এই উপগ্রহগুলো তৈরি করেছে উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয় ও প্রিন্স সুলতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট উপগ্রহ নির্মাণ নিয়ে অনুষ্ঠিত সারি প্রতিযোগিতার অংশ হিসেবে এগুলো তৈরি করা হয়।
উৎক্ষেপণের মূল সফলতা
এই উৎক্ষেপণ সৌদি আরবের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় অর্জন। সৌদি ভিশনের অংশ হিসেবে দেশটি তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনে নেতৃত্ব দিতে সক্ষম করে তুলতে কাজ করছে। উপগ্রহ উৎক্ষেপণ সেই প্রচেষ্টার সরাসরি বহিঃপ্রকাশ।
শিক্ষার্থীদের অংশগ্রহণ
সারি প্রতিযোগিতায় মোট ৪২টি সৌদি বিশ্ববিদ্যালয় এবং ৪৮০টির বেশি শিক্ষার্থী দল অংশ নেয়। কঠোর বৈজ্ঞানিক ও প্রকৌশল মানদণ্ডের ভিত্তিতে ছোট উপগ্রহ নকশা ও নির্মাণের জন্য এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্দেশ্য
সৌদি মহাকাশ সংস্থার এই উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করা, যাতে তারা উপগ্রহ নকশা, নির্মাণ ও পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পারে। এটি ভবিষ্যতের মহাকাশ খাতের জন্য যোগ্য জাতীয় কর্মশক্তি তৈরি করার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করাই এর প্রধান উদ্দেশ্য।
সফল এই উৎক্ষেপণ সৌদি আরবের মহাকাশ খাতে অগ্রযাত্রার একটি নতুন অধ্যায় যুক্ত করেছে এবং তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















