জাপানের মাঝারি আকারের আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন বিদেশে বিস্তারের নতুন পথ খুঁজছে, তখন জাপানের আসাহি লাইফের ভিয়েতনাম অধিগ্রহণ সেই প্রতিযোগিতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠছে। টোকিওভিত্তিক আসাহি মিউচুয়াল লাইফ ইনস্যুরেন্স প্রায় ৩০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ ১৯২ মিলিয়ন ডলারে ভিয়েতনামের এমভিআই লাইফ ইনস্যুরেন্স অধিগ্রহণ করতে চলেছে। কানাডার ম্যানুলাইফ ফাইন্যান্সিয়াল থেকে সম্পূর্ণ শেয়ার কেনার এই চুক্তি ২০২6 সালে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সংশ্লিষ্ট দুই দেশের নিয়ন্ত্রক অনুমোদনের পর।
ভিয়েতনামে প্রথমবার পা রাখছে আসাহি লাইফ
এমভিআই লাইফ বর্তমানে ভিয়েতনামে সম্পূর্ণ জীবনবিমা ও অবসরকালীন বিমা সেবা দেয়। ২০২৪ অর্থবছরে প্রিমিয়াম আয় প্রায় ১৫ বিলিয়ন ইয়েন সমমূল্যের। নীতি চুক্তির সংখ্যায় প্রতিষ্ঠানটি ভিয়েতনামে ১৩তম স্থানে।

অধিগ্রহণ সম্পন্ন হলে এটি হবে আসাহি লাইফের প্রথম বিদেশি সম্পদ কেনা—যা প্রতিষ্ঠানটিকে দ্রুতবর্ধনশীল ভিয়েতনামি বিমা বাজারে প্রবেশের সুযোগ করে দেবে।
জাপানি প্রতিষ্ঠানটি তাদের অভিজ্ঞ বিক্রয় দলের দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয় বাজারে চিকিৎসা বিমা ও সুরক্ষা পরিকল্পনা আনতে চায়।
আসাহি লাইফের আন্তর্জাতিক পদক্ষেপের পেছনে রয়েছে আর্থিক পুনরুদ্ধারের গতি। এপ্রিলে শুরু হওয়া প্রথম ছয় মাসে তাদের বিনিয়োগ আয় দুই দশকের মধ্যে প্রথমবার বিমা গ্রাহকদের প্রতিশ্রুত মুনাফাকে ছাড়িয়ে গেছে। দেশের সুদের হার বৃদ্ধি এতে বড় ভূমিকা রেখেছে।
মাঝারি জাপানি আর্থিক প্রতিষ্ঠানের বিদেশমুখী দৌড়
জাপানের বাইরে অধিগ্রহণের বাজারে এতদিন বড় আর্থিক গোষ্ঠীগুলোই প্রাধান্য পেত। তবে জনসংখ্যার বার্ধক্য ও জন্মহারের পতন দেশের আর্থিক খাতকে নতুন বাজার খুঁজতে বাধ্য করছে। ফলে মধ্যম আকারের প্রতিষ্ঠানগুলোও এখন বিদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে—যতদিন তাদের পুঁজি ধরে রাখার ক্ষমতা আছে।

সনি ফাইন্যান্সিয়াল গ্রুপ ২০২৭ সাল থেকে বিদেশ অধিগ্রহণ বিবেচনার ইঙ্গিত দিয়েছে। মধ্যম পর্যায়ের লাইফ ইনস্যুরার T&D হোল্ডিংস সম্প্রতি জার্মানির ভিরিডিয়াম গ্রুপে ১২০ বিলিয়ন ইয়েন ব্যয়ে প্রায় ৩০% অংশীদারিত্ব নিয়েছে।
অন্যদিকে টোকাই টোকিও ফাইন্যান্সিয়াল হোল্ডিংস ২০২৪ সালে সিঙ্গাপুরের এক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।
জাপানের করপোরেট গভর্ন্যান্স কোডের নতুন ধারা এই তৎপরতাকে আরও ত্বরান্বিত করেছে। শেয়ারহোল্ডাররা এখন কৌশলগত শেয়ার ধরে রাখার বিষয়ে চাপ দিচ্ছেন এবং সেই পুঁজি নতুন অধিগ্রহণে ব্যবহার করতে উৎসাহ দিচ্ছেন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ হিরোনারি নোজাকি বলেন, হাতে নগদ রেখে লাভ করা কঠিন হয়ে যাচ্ছে। ফলে মাঝারি আর্থিক প্রতিষ্ঠানগুলোও বিদেশে বিনিয়োগ বাড়াবে। তবে তাদেরকে বিনিয়োগের ঝুঁকি ও বাজার বিচারশক্তি আরও উন্নত করতে হবে।
জাপানের আসাহি লাইফের ভিয়েতনাম অধিগ্রহণ তাই কেবল এক কোম্পানির বাজার সম্প্রসারণ নয়—বরং পরিবর্তনশীল জাপানি আর্থিক ব্যবস্থার ভবিষ্যত দিকচিহ্ন। বিদেশি বাজারে প্রসারের এই ধারা হয়তো আগামী দশকে আরও ত্বরান্বিত হবে, দেশীয় সীমাবদ্ধতার কারণে।
সারাক্ষণ রিপোর্ট 



















