রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ছয়তলা ভবনে সোমবার বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার সময় ও স্থান
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে ভবনের সর্বোচ্চ তলায় আগুন দেখা দেয়।

ফায়ার সার্ভিসের তৎপরতা
খবর পেয়ে মুহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার মধ্যে, অর্থাৎ বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
হতাহতের তথ্য
এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















