শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশ সরকার ৩ ডিসেম্বর দেশটিতে ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিমান বাহিনীর দু’টি উড়োজাহাজ প্রস্তুত
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি কার্গো ফ্লাইটে ওষুধ, খাদ্যসামগ্রী, পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট ও উদ্ধার সরঞ্জাম পাঠানো হবে—আবহাওয়া সহায়ক হলে সেদিনই ফ্লাইট ছাড়বে।
মানবিক সহায়তায় বাংলাদেশের ভূমিকা
প্রতিবেশী দেশের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ অতীতের ধারাবাহিকতায় দ্রুত সাড়া দিয়েছে। কর্মকর্তারা জানান, “এটি মানবিক দায়িত্ব, এবং আঞ্চলিক সহযোগিতার অংশ।”
সারাক্ষণ রিপোর্ট 



















