খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করেই তারা চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন।
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও দল জাতির কাছে দোয়া চেয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরই মধ্যে সরকার তাকে ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে এবং নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের দায়িত্ব প্রদান করেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















