আহমেদাবাদে হুমকি, তৎপর অপরাধ দমন শাখা
গুজরাটের আহমেদাবাদের বেশ কয়েকটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। বিষয়টি জানার পরই অপরাধ দমন শাখার বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিভাগের সদস্যরা স্কুল চত্বরে পৌঁছে তল্লাশি শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।

নয়ডায় স্কুল বন্ধ, অভিভাবকদের বার্তা
নয়ডাতেও একই ধরনের হুমকির খবর মিলেছে। শিব নাদার স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অধ্যক্ষের পাঠানো বার্তায় জানানো হয়, নিরাপত্তা তল্লাশির স্বার্থে স্কুল বন্ধ থাকবে এবং বাসে থাকা পড়ুয়াদের নিরাপদে নির্ধারিত স্থানে নামিয়ে দেওয়া হয়েছে। অভিভাবকদের নিজ নিজ স্কুল পরিবহণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়।
আরও স্কুলে সতর্কতা জারি
শিব নাদার স্কুল ছাড়াও নয়ডার বল ভারতী স্কুল ও কেমব্রিজ স্কুলেও একই দিনে ক্লাস বন্ধ রাখা হয়। কেমব্রিজ স্কুলে হুমকি আসার পর অভিভাবকদের ডেকে নিয়ে পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়। বল ভারতী স্কুলে প্রাক্প্রাথমিক শ্রেণির ক্লাসে ছুটি দেওয়া হলেও অন্যান্য শ্রেণির পড়ুয়ারা বিভিন্ন সময়সূচির কারণে তখনও স্কুলে উপস্থিত ছিল। পরিস্থিতির উপর নজর রেখে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
![]()
পুলিশের বক্তব্য ও সাইবার তদন্ত
নয়ডা পুলিশ জানিয়েছে, হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক থানার পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, দমকল বাহিনী ও কুকুর বাহিনী মোতায়েন করা হয়। একই সঙ্গে ইমেলের উৎস চিহ্নিত করতে সাইবার দল কারিগরি পরীক্ষা চালাচ্ছে। প্রশাসনের দাবি, কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















