আগামী শুক্রবার ভোরে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে যাচ্ছেন মোট ১৫ জন সহযাত্রী—যাদের তালিকা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দলের মিডিয়া সেল।
সহযাত্রীদের তালিকা
বিএনপি সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন তাঁর পুত্রবধূ সায়েদা শামীলা রহমান; চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ আনামুল হক চৌধুরী; চিকিৎসক আবু জাফর মো. জাহিদ হোসেন, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শহাবুদ্দিন তালুকদার, নূরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন এবং যুক্তরাজ্যভিত্তিক বিশেষজ্ঞ ড. রিচার্ড বিউল।

এর পাশাপাশি এসএসএফ কর্মকর্তারা—হাসান শহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ; ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক; সহকারী প্রাইভেট সেক্রেটারি মো. মাসুদুর রহমান; এবং দুই গৃহকর্মী—ফাতেমা বেগম ও রূপা শিকদারও সফরে থাকবেন।
বর্তমান স্বাস্থ্য অবস্থা
২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া নিবিড় চিকিৎসা নিচ্ছেন। লিভার, কিডনি ও হৃদ্যন্ত্র–সংক্রান্ত জটিলতার কারণে তিনি এখনো করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। দেশে ও বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শহাবুদ্দিন তালুকদার, তাঁর চিকিৎসা তদারকি করছে।

এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রস্তুতি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতারের আমিরের উদ্যোগে অত্যাধুনিক একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ঢাকার পথে রয়েছে। তিনি বলেন, এ অ্যাম্বুলেন্সটি রাতেই পৌঁছানোর কথা এবং ভোরের দিকে খালেদা জিয়াকে এতে করে যুক্তরাজ্যে নেওয়া হবে।
মির্জা ফখরুল এসব কথা বলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে।
# রাজনৈতিক_সংবাদ খালেদা_জিয়া লন্ডনে_চিকিৎসা বিএনপি
সারাক্ষণ রিপোর্ট 


















