০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
গুগলের নতুন অ্যান্ড্রয়েড আপডেট, সনি A7 V ও গ্যাজেট দুনিয়ার ব্যস্ত সপ্তাহ গাজা যুদ্ধবিরতি ‘সঙ্কটজনক পর্যায়ে’ পৌঁছেছে, সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী বন্যার লাইন যেখানে আছড়ে পড়ছে অর্থনৈতিক সীমা: দক্ষিণ-পূর্ব এশিয়া ও জলবায়ু ঝুঁকি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেবেন: আমীর খসরু মাহমুদ খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত : ডা. জাহিদ গ্রেপ্তারের পর নির্যাতনে জখম বন্দির মৃত্যু হলো কারাগারে অবিলম্বে বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের জাতীয় সমাবেশ সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অ্যামাজন সফর কী বলল: জলবায়ু পদক্ষেপে পিছিয়ে পড়ছে বিশ্ব ঢাকায় নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে ঘিরে মন্তব্য: ‘ভাল সামরিক নেতা যেমন আছে, তেমনি কম ভালও আছে’ — এস জয়শঙ্কর

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫–এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, পাকিস্তান সেনাবাহিনীর বাস্তবতা ভারত বহুদিন ধরেই জানে এবং ভারতের অনেক সমস্যাই সেখান থেকেই সৃষ্টি হয়। তিনি বলেন, যেমন ‘ভাল ও খারাপ সন্ত্রাসী’— তেমনি ‘ভাল ও কম ভাল সামরিক নেতা’ও রয়েছে।

সামিটে জয়শঙ্করের বক্তব্য

নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫–এ বক্তব্য রাখতে গিয়ে এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা এবং ভারত–পাকিস্তান সম্পর্ক নিয়ে সরাসরি মন্তব্য করেন।

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের জন্য বহুদিন ধরেই একটি স্পষ্ট বাস্তবতা, এবং দেশের বহু সমস্যার উৎস সেই প্রতিষ্ঠানই।

She Can Stay For As Long As She Wants': Jaishankar On Sheikh Hasina's Exile  In India | India News - News18

পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য

এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, পাকিস্তান আজ যে পরিস্থিতিতে রয়েছে, তাতে ভারতের বিশেষ উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন,
“পাকিস্তানের অবস্থা, ক্ষমতা ও সুনাম— সবই বিবেচনা করলে অতিরিক্ত চিন্তিত হওয়ার দরকার নেই। যেসব সমস্যা রয়েছে, ভারত তা সামলাতে জানে।”

তিনি আরও বলেন, ভারতকে কোনো দেশের সঙ্গে নিজেকে তুলনা করে ‘হাইফেনেট’ করার প্রয়োজন নেই।

অপারেশন সিন্ধুর বিষয়ে প্রশ্ন

অপারেশন সিন্ধু চলাকালে ভারত কি কিছু ভিন্নভাবে করতে পারত— এমন প্রশ্নে জয়শঙ্কর জানান, ভারত একটি দায়িত্বশীল দেশ হিসেবে নিয়ম ও মানদণ্ড মেনে চলে।

তিনি বলেন,
“ভারতের কিছু কাজ করার নিয়ম আছে, আর কিছু কাজ আমরা করি না। কারণ আমরা জনগণের কাছে, গণমাধ্যমের কাছে এবং নাগরিক সমাজের কাছে দায়বদ্ধ। তাই সিদ্ধান্ত নিতে আমাদের অনেক বিষয় বিবেচনা করতে হয়।”

Putin's India visit highlights: PM Modi welcomes Putin; hosts private  dinner - The Hindu

পুতিনের ভারত সফর নিয়ে মন্তব্য

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারতের মতো উদীয়মান বৃহৎ দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো অবস্থায় থাকা খুবই জরুরি।

তিনি বলেন,
“আমাদের মতো দেশের জন্য যা প্রয়োজন— তা হলো অধিক সংখ্যক রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বজায় রাখার স্বাধীনতা। এটিই মূলত পররাষ্ট্রনীতির সারকথা।”

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য আলোচনা কি প্রভাবিত হবে?

পুতিনের সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান বাণিজ্য আলোচনায় প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নে জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেন,
“আমি এতে একমত নই। সবাই জানে ভারত বিশ্বের সব বড় দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে। কোনো দেশই আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখব বা রাখব না— তা নির্ধারণ করতে পারে না।”

তিনি যোগ করেন,
“আমাদের রয়েছে বহুপাক্ষিক সম্পর্ক। আমরা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নেব— অন্যরাও একই অধিকার রাখে।”

জনপ্রিয় সংবাদ

গুগলের নতুন অ্যান্ড্রয়েড আপডেট, সনি A7 V ও গ্যাজেট দুনিয়ার ব্যস্ত সপ্তাহ

পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরকে ঘিরে মন্তব্য: ‘ভাল সামরিক নেতা যেমন আছে, তেমনি কম ভালও আছে’ — এস জয়শঙ্কর

০৬:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫–এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, পাকিস্তান সেনাবাহিনীর বাস্তবতা ভারত বহুদিন ধরেই জানে এবং ভারতের অনেক সমস্যাই সেখান থেকেই সৃষ্টি হয়। তিনি বলেন, যেমন ‘ভাল ও খারাপ সন্ত্রাসী’— তেমনি ‘ভাল ও কম ভাল সামরিক নেতা’ও রয়েছে।

সামিটে জয়শঙ্করের বক্তব্য

নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫–এ বক্তব্য রাখতে গিয়ে এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা এবং ভারত–পাকিস্তান সম্পর্ক নিয়ে সরাসরি মন্তব্য করেন।

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের জন্য বহুদিন ধরেই একটি স্পষ্ট বাস্তবতা, এবং দেশের বহু সমস্যার উৎস সেই প্রতিষ্ঠানই।

She Can Stay For As Long As She Wants': Jaishankar On Sheikh Hasina's Exile  In India | India News - News18

পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য

এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, পাকিস্তান আজ যে পরিস্থিতিতে রয়েছে, তাতে ভারতের বিশেষ উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন,
“পাকিস্তানের অবস্থা, ক্ষমতা ও সুনাম— সবই বিবেচনা করলে অতিরিক্ত চিন্তিত হওয়ার দরকার নেই। যেসব সমস্যা রয়েছে, ভারত তা সামলাতে জানে।”

তিনি আরও বলেন, ভারতকে কোনো দেশের সঙ্গে নিজেকে তুলনা করে ‘হাইফেনেট’ করার প্রয়োজন নেই।

অপারেশন সিন্ধুর বিষয়ে প্রশ্ন

অপারেশন সিন্ধু চলাকালে ভারত কি কিছু ভিন্নভাবে করতে পারত— এমন প্রশ্নে জয়শঙ্কর জানান, ভারত একটি দায়িত্বশীল দেশ হিসেবে নিয়ম ও মানদণ্ড মেনে চলে।

তিনি বলেন,
“ভারতের কিছু কাজ করার নিয়ম আছে, আর কিছু কাজ আমরা করি না। কারণ আমরা জনগণের কাছে, গণমাধ্যমের কাছে এবং নাগরিক সমাজের কাছে দায়বদ্ধ। তাই সিদ্ধান্ত নিতে আমাদের অনেক বিষয় বিবেচনা করতে হয়।”

Putin's India visit highlights: PM Modi welcomes Putin; hosts private  dinner - The Hindu

পুতিনের ভারত সফর নিয়ে মন্তব্য

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারতের মতো উদীয়মান বৃহৎ দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো অবস্থায় থাকা খুবই জরুরি।

তিনি বলেন,
“আমাদের মতো দেশের জন্য যা প্রয়োজন— তা হলো অধিক সংখ্যক রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বজায় রাখার স্বাধীনতা। এটিই মূলত পররাষ্ট্রনীতির সারকথা।”

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য আলোচনা কি প্রভাবিত হবে?

পুতিনের সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান বাণিজ্য আলোচনায় প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নে জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেন,
“আমি এতে একমত নই। সবাই জানে ভারত বিশ্বের সব বড় দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে। কোনো দেশই আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখব বা রাখব না— তা নির্ধারণ করতে পারে না।”

তিনি যোগ করেন,
“আমাদের রয়েছে বহুপাক্ষিক সম্পর্ক। আমরা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নেব— অন্যরাও একই অধিকার রাখে।”