হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫–এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, পাকিস্তান সেনাবাহিনীর বাস্তবতা ভারত বহুদিন ধরেই জানে এবং ভারতের অনেক সমস্যাই সেখান থেকেই সৃষ্টি হয়। তিনি বলেন, যেমন ‘ভাল ও খারাপ সন্ত্রাসী’— তেমনি ‘ভাল ও কম ভাল সামরিক নেতা’ও রয়েছে।
সামিটে জয়শঙ্করের বক্তব্য
নয়াদিল্লিতে অনুষ্ঠিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫–এ বক্তব্য রাখতে গিয়ে এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা এবং ভারত–পাকিস্তান সম্পর্ক নিয়ে সরাসরি মন্তব্য করেন।
তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের জন্য বহুদিন ধরেই একটি স্পষ্ট বাস্তবতা, এবং দেশের বহু সমস্যার উৎস সেই প্রতিষ্ঠানই।

পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য
এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, পাকিস্তান আজ যে পরিস্থিতিতে রয়েছে, তাতে ভারতের বিশেষ উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন,
“পাকিস্তানের অবস্থা, ক্ষমতা ও সুনাম— সবই বিবেচনা করলে অতিরিক্ত চিন্তিত হওয়ার দরকার নেই। যেসব সমস্যা রয়েছে, ভারত তা সামলাতে জানে।”
তিনি আরও বলেন, ভারতকে কোনো দেশের সঙ্গে নিজেকে তুলনা করে ‘হাইফেনেট’ করার প্রয়োজন নেই।
অপারেশন সিন্ধুর বিষয়ে প্রশ্ন
অপারেশন সিন্ধু চলাকালে ভারত কি কিছু ভিন্নভাবে করতে পারত— এমন প্রশ্নে জয়শঙ্কর জানান, ভারত একটি দায়িত্বশীল দেশ হিসেবে নিয়ম ও মানদণ্ড মেনে চলে।
তিনি বলেন,
“ভারতের কিছু কাজ করার নিয়ম আছে, আর কিছু কাজ আমরা করি না। কারণ আমরা জনগণের কাছে, গণমাধ্যমের কাছে এবং নাগরিক সমাজের কাছে দায়বদ্ধ। তাই সিদ্ধান্ত নিতে আমাদের অনেক বিষয় বিবেচনা করতে হয়।”

পুতিনের ভারত সফর নিয়ে মন্তব্য
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ভারতের মতো উদীয়মান বৃহৎ দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো অবস্থায় থাকা খুবই জরুরি।
তিনি বলেন,
“আমাদের মতো দেশের জন্য যা প্রয়োজন— তা হলো অধিক সংখ্যক রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বজায় রাখার স্বাধীনতা। এটিই মূলত পররাষ্ট্রনীতির সারকথা।”
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য আলোচনা কি প্রভাবিত হবে?
পুতিনের সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চলমান বাণিজ্য আলোচনায় প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নে জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেন,
“আমি এতে একমত নই। সবাই জানে ভারত বিশ্বের সব বড় দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে। কোনো দেশই আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখব বা রাখব না— তা নির্ধারণ করতে পারে না।”
তিনি যোগ করেন,
“আমাদের রয়েছে বহুপাক্ষিক সম্পর্ক। আমরা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নেব— অন্যরাও একই অধিকার রাখে।”
সারাক্ষণ রিপোর্ট 



















