জামায়াতের সাম্প্রতিক অপপ্রচার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে আক্রমণ করে, ঠিক একই ভাষায় এখন জামায়াত অপপ্রচার চালাচ্ছে। তিনি মনে করিয়ে দেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধের মাধ্যমে জনগণের ওপর যে নৃশংসতা চালিয়েছিল জামায়াত, সেই ইতিহাস জনগণ ভোলেনি।
তারেক রহমান অভিযোগ করে বলেন, জামায়াত বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের ভাষা ব্যবহার করে অপপ্রচার ছড়াচ্ছে। তার দাবি, রাজনৈতিক স্বার্থে ১৯৭১ সালে জামায়াতের লাখো মানুষ হত্যা ও নারী নির্যাতনের ইতিহাস এখনো মানুষের মনে আছে।
অনলাইনে যোগ দিয়ে তিনি বিএনপির ছয় দিনের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের শেষ বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন স্থানে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের বিনিময়ে ‘স্বর্গের নিশ্চয়তা’ দেওয়ার মতো বিভ্রান্তিকর প্রচার চালিয়ে মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে জামায়াত।
জামায়াতকে নিয়ে তারেকের সমালোচনা
তারেক বলেন, কিছু মানুষ এখন বলছে—এই দল দেখেছি, ওই দল দেখেছি, এবার জামায়াতকে সুযোগ দিন। কিন্তু দেশের মানুষ ১৯৭১ সালেই দলটির চরিত্র খুব ভালোভাবে দেখেছে। তারেকের ভাষায়, এই দল রাজনৈতিক স্বার্থে লাখো মানুষ হত্যা করেছে, নারীদের ওপর নির্যাতন করেছে। তাই জনগণকে এসব ভুলে গেলে চলবে না।
তিনি আরও বলেন, যেভাবে এক স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে হাজারো মানুষ হত্যা করে পরে দেশ ছেড়ে পালিয়েছিল—জামায়াতও ঠিক সেই ধারাই অনুসরণ করেছে।
বিএনপির শাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণের দাবি
তারেক দাবি করেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি দেশকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত করার চেষ্টা শুরু করে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধাপে ধাপে দুর্নীতি কমানো হয়। তিনি বলেন, আন্তর্জাতিক মূল্যায়নেও বিএনপির দুর্নীতি কমানোর অগ্রগতি স্বীকৃত হয়েছিল।
তার বক্তব্য, বাংলাদেশে যদি কোনো দল দুর্নীতি থামাতে পারে, তবে সেটি বিএনপি—তারা অতীতে তা করেছে, ভবিষ্যতেও করবে।
জামায়াতের প্রাক্তন নেতাদের প্রসঙ্গ
তারেক বলেন, জামায়াত আজ যে অপপ্রচার করছে, একই ধরণের অপপ্রচার এক পলাতক স্বৈরশাসকও করেছিলেন। যাদের নাম করে এখন অপপ্রচার চলছে, তাদের দুই সিনিয়র নেতা তখন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং শেষ দিন পর্যন্ত সরকারের সঙ্গেই ছিলেন। তারা এখন আর জীবিত নন, তাই তাদের নিয়ে সমালোচনা না করাই শ্রেয়।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলেও স্বাধীন বিচারব্যবস্থায় একটিও প্রমাণিত হয়নি। সব ছিল রাজনৈতিক উদ্দেশ্যমূলক অপপ্রচার।
আগামী দিনের চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের সতর্কতা
তারেক বলেন, গত বছরের ৫ আগস্ট থেকেই তিনি সতর্ক করে আসছেন যে সামনে কঠিন দিন অপেক্ষায়। বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, যা জনগণ ও বিএনপির যৌথ শক্তি ছাড়া মোকাবিলা সম্ভব নয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে পারলেই সমস্যাগুলো সমাধান করা যাবে।
কর্মসূচির উদ্বোধন
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
#জামায়াত #তারেক_রহমান #বিএনপি #রাজনীতি #অপপ্রচার #বাংলাদেশ_রাজনীতি
সারাক্ষণ রিপোর্ট 



















