চীন অভিযোগ করেছে যে জাপান তাদের বিরুদ্ধে সামরিকভাবে উসকানি দিচ্ছে, যা তারা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে। বেইজিং বলছে, জাপান চীনের নৌ-মহড়ায় বারবার হস্তক্ষেপ করছে এবং তাইওয়ান ইস্যুকে সামনে এনে উত্তেজনা আরও বাড়াচ্ছে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের ক্ষোভ
বেইজিংয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, জাপান ইচ্ছাকৃতভাবে চীনা সামরিক কার্যক্রমে বাধা দিচ্ছে।
জাপান দাবি করেছে, চীনা যুদ্ধবিমান তাদের সামরিক বিমানের দিকে রাডার তাক করেছিল। ওয়াং ই এই অভিযোগ অস্বীকার করে বলেন, জাপান আগে থেকেই ঘোষিত নৌ-মহড়ার এলাকায় বারবার ঢুকে পরিস্থিতি উত্তপ্ত করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে জাপানকে সতর্কতা
ওয়াং ই বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৮০ বছর পূর্তি।
তিনি মন্তব্য করেন, “পরাজিত দেশ হিসেবে জাপানের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল।”
ওয়াং ই অভিযোগ করেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইচ্ছাকৃতভাবে তাইওয়ান ইস্যু ব্যবহার করে চীনকে সামরিকভাবে চাপে রাখতে চাইছেন। তিনি বলেন, অতীতে জাপান অর্ধশতাব্দী ধরে তাইওয়ান দখলে রেখে চীনা জনগণের ওপর অপরাধ করেছে—এ কারণে জাপানের এমন বক্তব্য আরও সংবেদনশীল।
তাইওয়ান নিয়ে চীনের ঐতিহাসিক দাবি
ওয়াং ই বলেন, তাইওয়ান চীনের ভূখণ্ড—এ দাবি ইতিহাস ও আইনের ভিত্তিতে স্পষ্ট।
তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী চীন হলো রিপাবলিক অব চায়নার উত্তরসূরি রাষ্ট্র, তাই তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করা “স্বাভাবিক”।
তাইওয়ান সরকার পাল্টা জানায়, দ্বীপটি কখনোই গণপ্রজাতন্ত্রী চীনের শাসনে ছিল না।
তাদের বক্তব্য—শুধু তাইওয়ানের জনগণের ভোটে নির্বাচিত সরকারই ২ কোটি ৩০ লাখ মানুষের প্রতিনিধিত্ব করতে পারে।
জাপানের প্রতিক্রিয়া: রাডার ব্যবহার বিপজ্জনক
টোকিওর প্রধান কেবিনেট সচিব মিনোরু কিহারা জানান, চীনা বিমানের রাডার ব্যবহার ছিল “অতিরিক্ত ও ঝুঁকিপূর্ণ”।
তিনি বলেন, ঘটনাকালে দুই দেশের হটলাইন চালু করতে জাপান চেষ্টা করলেও চীন সাড়া দেয়নি—যদিও তিনি আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করতে চাননি।
উত্তেজনার পেছনের কারণ
গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সতর্ক করেছিলেন, তাইওয়ান নিয়ে চীনের সামরিক পদক্ষেপে যদি জাপানের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে জাপান ব্যবস্থা নিতে পারে।
এই মন্তব্যের পর থেকেই দুই দেশের সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে।
চীন-জাপান সম্পর্ক আবারও টানাপোড়েনের মুখে। তাইওয়ান ইস্যু, আকাশসীমা ও সামরিক মহড়া—সব মিলিয়ে পূর্ব এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















