জানালেন না কোথায় আছেন
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হওয়ার পরেও, ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদোর কোনো নিশ্চিত ঠিকানা পুলিশ বা মানবাধিকার সংস্থার কাছে জানা নেই। তাই তিনি আজকের ওসলোর পুরস্কার অনুষ্ঠানেও হাজির থাকতে পারবেন না, বলেছে নোবেল ইনস্টিটিউট।

সম্মান, সংকট আর প্রতিফলন
মাচাদোর নোবেল জয়কে অনেকেই দেখেছিলেন ভেনেজুয়েলার জন্য রাজনৈতিক ও মানবাধিকার-স্বীকৃতির মাইলস্টোন হিসেবে। কিন্তু তার অনুপস্থিতি পুরস্কারের প্রতীকী ও নৈতিক মানকে প্রশ্নে ফেলে দিয়েছে। মানুষ আশঙ্কা প্রকাশ করছে, এই অনুপস্থিতি আন্তর্জাতিক নজরকেও খর্ব করতে পারে।
সারাক্ষণ রিপোর্ট 


















