দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদ–ঘোষণা প্রকাশ এবং তাদের অধীনস্থ মন্ত্রণালয়গুলোর নথি উন্মুক্ত করার দাবিতে দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্মের কর্মসূচি আরও জোরদার হয়েছে। দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও আহ্বান জানানো হয়।
দুর্নীতিবিরোধী প্ল্যাটফর্মের দাবি ও মানববন্ধন
রাজধানীতে দুদক কার্যালয়ের সামনে যুবনেতৃত্বাধীন ‘অ্যান্টি-গ্রাফট স্টুডেন্টস অ্যান্ড পিপল’ প্ল্যাটফর্ম বৃহস্পতিবার মানববন্ধন করে। কর্মসূচিতে বক্তারা বলেন, পদত্যাগী দুই উপদেষ্টার সম্পদ–ঘোষণা অবিলম্বে প্রকাশ করতে হবে, যাতে তাদের দায়িত্বরত অবস্থায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা স্পষ্ট হয়।

দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ
বক্তারা দাবি করেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও দুদক এখনো কোনো পদক্ষেপ নেয়নি। তাদের মতে, এই উদাসীনতা দুদকের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তোলে এবং দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে দুর্বল করে দেয়।
মন্ত্রণালয়ের নথি প্রকাশের দাবি
প্ল্যাটফর্মটি আরও জানায়, গত ১৭ মাসে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দুই উপদেষ্টা, সেসব সময়ের দুর্নীতিসংক্রান্ত নথি জনসম্মুখে প্রকাশ করতে হবে। তারা মনে করেন, এ তথ্য প্রকাশ হলে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত হবে।

নির্বাচনে অযোগ্যতার আহ্বান
বক্তাদের দাবি, দুর্নীতির মতো গুরুতর অভিযোগ থাকায় দুই উপদেষ্টা নৈতিকভাবেই প্রার্থী হওয়ার যোগ্য নন। তাই তাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
উপদেষ্টাদের পদত্যাগ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বুধবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। সন্ধ্যায় রাষ্ট্র অতিথি ভবন জামুনায় প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগ গ্রহণ করেছেন বলে প্রেস সচিব শফিকুল আলম জানান। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর পদত্যাগ কার্যকর হবে।
#Bangladesh #AntiCorruption #Politics
সারাক্ষণ রিপোর্ট 


















