সারাক্ষণ ডেস্ক
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।যিনি ২০১৭ সালে রইস ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। ছবিতে একটি গান রয়েছে জালিমা সেই গানে কন্ঠ দেন অরিজিত সিং।

দুইবাইতে একটি কনসার্টে গান গাইতে গিয়েছেন অরিজিত সিং। সেই কনসার্টে গায়কের গান শুনতে আসেন অভিনেত্রী । মঞ্চের পাশেই ভিআইপি আসনে কালো পোশাকে বসে ছিলেন মাহিরা খান ।

প্রথমবার দেখাতে অভিনেত্রীকে চিনতে ব্যর্থ হন অরিজিত ।জালিমা গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। পরে বুঝতে পেরে প্রথম দেখায় চিনতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন অরিজিত ।কনসার্ট দেখতে আসা ভক্তরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে ।যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
Sarakhon Report 



















