আইন নিজের হাতে নেওয়া সুশাসনের পথে বড় ধরনের অন্তরায় বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য। কোনো অবস্থাতেই কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। জনতার হাতে বিচার সুশাসনের বড় বাধা।
ময়মনসিংহের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান
উপদেষ্টা জানান, ময়মনসিংহে এক ব্যক্তিকে হত্যা করে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে বার্তা পাঠিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।
স্থানীয় গার্মেন্টকর্মী নিহত
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে স্থানীয় গার্মেন্টকর্মী দীপু চন্দ্র দাসকে জনতা মারধর করে হত্যা করে। পরে তার মরদেহে আগুন দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
অন্য এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যদিও কিছু সহিংস ঘটনা ঘটছে, তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারা আশাবাদী যে নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদপত্রে অগ্নিসংযোগ প্রসঙ্গে বক্তব্য
সম্প্রতি দুটি জাতীয় দৈনিকে অগ্নিসংযোগের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে চেষ্টা অব্যাহত রয়েছে। আগাম সব প্রতিষ্ঠানে পুলিশি নিয়ন্ত্রণ নিশ্চিত করা কঠিন। অনেক সময় কোথা থেকে হামলা আসবে, তা আগে থেকে বোঝা যায় না। সে কারণেই সবসময় এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়।
তিনি জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ছায়ানট ও অন্যান্য হামলার প্রসঙ্গ
ছায়ানটে হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, কে কী বলেছেন তা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে সরকার হিসেবে কোনোভাবেই সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ বা মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। এসবকে তারা জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।
গোয়েন্দা ব্যর্থতা নিয়ে মন্তব্য
একই রাতে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনাকে গোয়েন্দা ব্যর্থতা বলা যায় কি না—এ প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন, এটিকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা হিসেবে আখ্যা দেওয়া তার পক্ষে উপযুক্ত হবে না।
বিদেশ থেকে উসকানির অভিযোগ
বিদেশ থেকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে করা মন্তব্য বাংলাদেশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত প্ল্যাটফর্ম হওয়ায় সেগুলো সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একইভাবে দেশের ভেতর থেকেও প্রতিদিন অনেকে আপত্তিকর মন্তব্য পোস্ট করে থাকেন।
|
|
সারাক্ষণ রিপোর্ট 



















