০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারে পর্যটকের চাপ, সেবা ব্যবস্থায় চাপ বাড়ছে রাজবংশের হাতে গড়া লিংইন মন্দির শুধু দর্শনের জন্য জন্য নয় সরাসরি ইতিহাস পাঠ বন্য প্রাণীর চলাচলে জীবনরেখা ক্যানোপি সেতু, সুনগাই পিনে নতুন আশার গল্প ঘূর্ণিঝড় দিত্বাহর ধ্বংসযজ্ঞের পর শ্রীলঙ্কার পাশে বিশ্বব্যাংক গ্রুপ চীনা ঐতিহ্যেই ব্র্যান্ডের নতুন গল্প, বদলাচ্ছে বিপণনের ভাষা দুর্যোগের আগেই পাশে দাঁড়ায় যে মানবতার শক্তি, মালয়েশিয়ায় ইউনাইটেড শিখসের নীরব সেবা থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে উত্তেজনা থামাতে কুয়ালালামপুর বৈঠকের দিকে তাকিয়ে জাপানের পারমাণবিক প্রত্যাবর্তন ফুকুশিমার পনেরো বছর পর আবার চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কেন্দ্র প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে আঘাত: মাইকেল মিলার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘হিন্দু চরমপন্থীদের’ বিক্ষোভ – কী ঘটেছিল

রাজবংশের হাতে গড়া লিংইন মন্দির শুধু দর্শনের জন্য জন্য নয় সরাসরি ইতিহাস পাঠ

রওনা হওয়ার আগে খুব বেশি গবেষণা করিনি। বরং পৌঁছানোর পর মনকে ভেসে যেতে দিতে চেয়েছিলাম। নাকের মতো সুচালো সামনের দিকের দ্রুতগামী ট্রেনটি অনায়াসে এগিয়ে চলছিল। বুঝে ওঠার আগেই জানালার বাইরে ভিড়ভাট্টা বগির ভেতর দিয়ে আমাদের দিকে হাসছিল ড্রাগন ওয়েল বা লংজিং সবুজ চায়ের জন্য বিখ্যাত সেই শহর। ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেল ও পৌঁছালযাত্রীদের বিপুল ভিড়ের মধ্যেও এই সময়ানুবর্তিতা সত্যিই প্রশংসনীয়।

বাতাস ঠান্ডাতবে স্যাঁতসেঁতে নয়। নামার সঙ্গে সঙ্গেই ঝোড়ো হাওয়া যাত্রীদের স্বাগত জানায়। সবাই যে যার গন্তব্যে ছড়িয়ে পড়ে। দিক ঠিক রাখলে মেট্রো স্টেশন খুঁজে পাওয়া সহজ। প্রতিটি স্টপের আগে ম্যান্ডারিন ভাষায় ঘোষণা হয়পরে ইংরেজিতেও। ট্রেনের ভেতরের দেয়ালে ঝোলানো রুট ম্যাপ বাড়তি ভরসা জোগায়। সবকিছুই যেন অন্য যে কোনো শহরের মেট্রোর মতোশুধু পার্থক্য একটাইস্টেশনে ঢোকার আগে সব ব্যাগ নিরাপত্তা স্ক্যানারের ভেতর দিয়ে যেতে হয়।

মেট্রো আর বাস বদলে বদলে অবশেষে গন্তব্যে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায়। পাহাড়ি ভূখণ্ডপাতলা হয়ে আসা বনভূমিযেখানে লম্বা সরু গিঙ্কো গাছের সঙ্গে মিশে আছে বাঁশঝাড়সব মিলিয়ে সামনে আরও এগিয়ে যাওয়ার আগ্রহ বাড়ে। বাসগুলো প্রায় একসঙ্গেই এসে নির্ধারিত জায়গায় থামে। যাত্রীরা নির্বিঘ্নে নামেন। সামনে হাঁটার পথটা বেশ উপভোগ্য। বাতাস এখানে আরও বিশুদ্ধযদিও একটু পাতলা। অনেকেই একই পথে এগোচ্ছেকেউ কেউ আবার ফিরে যাচ্ছে অপেক্ষমাণ বাসের দিকে।

অল্প সময়ের শান্ত হাঁটাতেই প্রবেশপথ চোখে পড়ে। ভিড়ের ভেতর দিয়ে এগোতে এগোতে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। কোনো নির্দিষ্ট প্রত্যাশা নেই বলেই হয়তো প্রকৃত অভিযাত্রা এখান থেকেই শুরু।

Night tour Lingyin Temple(夜游灵隐寺) ▪️ #hellofrom #杭州 #灵隐寺 #hangzhou #lingyintemple ——————————————————————— Photo by @ding_hz777 ———————————————————————— Selected by @shiushiu177 Tag @Chinadestinations and use hashtag #Chinadestinations to ...

রাজবংশের উত্থান-পতন

চারপাশের পাহাড়ের ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ একক চুনাপাথরের পাহাড় আমাকে স্বাগত জানায়। তার গায়ে ছড়িয়ে আছে নানা ধরনের শিলাখোদাইকিছু সূক্ষ্মকিছু দৃঢ় ও সাহসীপ্রতিটিতেই ভিন্ন ভিন্ন রাজবংশের শিল্পচিহ্ন। মানব ইতিহাসে রাজবংশের উত্থান-পতন পরিচিত দৃশ্যতবে তাদের রেখে যাওয়া ধর্মীয় কাহিনিগুলো সূক্ষ্ম পার্থক্যে ভরা। বলা হয়বহুল প্রশংসিত এই খোদাইগুলো পাঁচটি রাজবংশ ও দশটি রাজ্যের সময়জুড়ে গড়ে উঠেছেঅসংখ্য শতাব্দী ধরে ধীরে ধীরে।

হাস্যোজ্জ্বল বুদ্ধমিলে ফো বা মৈত্রেয় বুদ্ধের খোদাইটি সত্যিই অনিন্দ্যসুন্দর। আরাম করে বসে থাকা মূর্তিটির বাঁ হাতে ধরা বড় আকারের জপমালাগোলগাল মুখ আর মুক্ত হাসি যেন সরাসরি হৃদয়ে ছুঁয়ে যায়। চোখে ছড়িয়ে থাকা উষ্ণতা আর তৃপ্তি নীরব আনন্দের ঢেউ তোলে। সরলতাপ্রশান্তি ও অবিচ্ছিন্ন সুখের প্রতীক এই মূর্তিটি দশম শতকের সং রাজবংশের সময় পাহাড়ের গায়ে খোদাই করা হয়। এখানকার খোদাইগুলো এতটাই জীবন্ত যে বিস্ময় জাগে। কিছু খোদাই আবার লুকিয়ে আছে আঁকাবাঁকা অসম পথে গেলে তবেই চোখে পড়েযেখানে ভারসাম্য রাখতে গুহার প্রাকৃতিক দেয়ালে হাত রাখতে হয়। এর মধ্যেই আছে এমন এক দৃশ্যযেখানে কয়েকজন খ্যাতিমান সন্ন্যাসী বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে পবিত্র ভারত যাত্রায় বেরিয়েছেনএমন ভঙ্গিতে শিলায় খোদাই করা।

এই সব শৈল্পিক নিদর্শন একত্রে পরিচিত ফেইলাই ফেং গুহামালা নামেযার অর্থ যে শিখর উড়ে এসে এখানে থেমেছে। কিংবদন্তি অনুযায়ীচতুর্থ শতকে ভারতীয় ভিক্ষু হুইলি এই স্থান আবিষ্কার করে ভারতের এক পবিত্র শিখরের সঙ্গে এর মিল দেখে বিস্ময়ে বলেছিলেন, ‘এই শিখরটি কবে উড়ে এসে এখানে এল?’

ফেইলাই ফেং দেখলে এমন ভঙ্গুর শিল্পকর্ম সংরক্ষণের জন্য নেওয়া বিশাল প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়। নির্মম আবহাওয়া আর শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসের চেষ্টা সত্ত্বেও এই গুহাগুলো আজও সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেএক অনন্ত ধন হিসেবে।

সম্রাটের ছাপ

একটু বিশ্রাম নিয়ে ভিড়ের মধ্যে ধীর পায়ে আবার এগোই। সামনে আরও চড়াই পথ। উঁচু পথও এগিয়ে যাওয়ার ইচ্ছা দমাতে পারে না। মূল পথের ডানদিকে ছোট্ট এক ঘুরপথ ইতিহাস আর পবিত্রতায় ভরা এক স্থানের ঝলক দেখার সুযোগ দেয়।

তিন স্তরের ধূসর টালির ছাউনি আর অলংকৃত কার্নিশসহ বিশাল কাঠামোটি দূর থেকেই চোখে পড়ে। প্রধান দরজার ওপরে চীনা অক্ষরে খোদাই করা ফলকটিতে মন্দিরের নাম। সূর্যমুখী হলুদ রঙে রাঙানো দেয়াল স্পষ্টভাবে সম্রাটীয় প্রভাবের কথা জানায়যা সম্রাটদের সর্বোচ্চ সম্মান ও রাজপরিবারের আশ্রয় হিসেবে মন্দিরটির মর্যাদা নিশ্চিত করে।

Lingyin Temple, Hangzhou, China: Travel Tips & FAQs 2025

মহামুনির মহাসভাকক্ষে ঢুকতেই সামনে দাঁড়িয়ে যায় সুবিশাল শাক্যমুনি বুদ্ধ। পুরোপুরি কর্পূর কাঠে নির্মিত এই মূর্তির গায়ে পাতলা সোনার প্রলেপ। পদ্মাসনে বসে থাকা মূর্তিটির উচ্চতা প্রায় পঁচিশ মিটার। মহাযান বৌদ্ধধর্মের প্রতীক হিসেবে সমাজের গভীরে দীর্ঘকাল ধরে এর শিক্ষা প্রবাহিত।

লিংইন মন্দির বহুবার ধ্বংস হয়েছেআবার গড়ে উঠেছে। ফেইলাই ফেং পাহাড়ের গায়ে খোদাই করা শ্বাসরুদ্ধকর শিল্পকর্ম আজও দর্শনার্থীদের মুগ্ধ করে।

দেয়ালে খোদাই করা পবিত্র ভূমি’ লেখার পাশে বাঁশঝাড়। চতুর্দশ শতকের ইউয়ান রাজবংশের পাথরের স্তূপাকৃতি প্যাগোডা। প্রবেশমুখে আগুনঝরা ড্রাগনের মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানায়।

৩২৮ খ্রিষ্টাব্দে পূর্ব জিন রাজবংশের সময় ভারতীয় ভিক্ষু হুইলি এই লিংইন মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় এক হাজার সাতশ বছরের ইতিহাস বহন করা এই মন্দিরের জন্মকালেই রোম সাম্রাজ্যে কনস্টানটিনোপল গড়ে উঠছিলআর পারস্য শাসন করছিলেন শাপুর দ্বিতীয়।

শাক্যমুনি বুদ্ধের পেছনে উত্তর দিকের দেয়ালে খোদাই করা বিশাল দৃশ্য আমাকে মন্ত্রমুগ্ধ করে। কর্পূর কাঠে খোদাই করা এই শিল্পে পৌরাণিক পোটালক পর্বতের পটভূমিতে দেবদূত ও যোদ্ধাদের দেখা যায়। মাঝখানে দাঁড়িয়ে আছেন গুণান্বিতা গুয়ানইনড্রাগন-মাথা মাছের ওপর দাঁড়িয়ে। তাঁর শান্ত চোখবাঁকানো গোঁফলালচে আঁশ আর ব্রোঞ্জের প্রান্ত এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে।

সোনায় মোড়ানো গুয়ানইন করুণ দৃষ্টিতে সামনের দিকে ঝুঁকে আছেন। ভক্তরা কেউকেউ হাত জোড় করেকেউ চোখ বন্ধ করে শ্রদ্ধা নিবেদন করছেন। ডান পাশে তরুণ সাধক শানচাই তংজিবাম পাশে ড্রাগনের কন্যা লংনুএই অনন্য ভক্তি ও কৃপাময় দৃশ্য পূর্ণতা পায়।

মহিমার প্রতীক

আরেক পাশে এক নারী জ্বলন্ত পদ্মফুল হাতে প্রার্থনা করছেন। তিনি জানানএকবার স্বপ্নে গুয়ানইনকে ড্রাগন-মাথা মাছের ওপর ভাসতে দেখেছিলেন। দর্শনার্থীরা ধৈর্য ধরে অপেক্ষা করেনভিড় ক্রমেই বাড়ে।

উঁচু জায়গায় অবস্থিত অন্য মন্দিরগুলোতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যায়। বুঝতে পারিবিশাল লিংইন প্রাঙ্গণের সামান্য অংশই ঘোরা হলো। ঠান্ডা সন্ধ্যার বাতাসে ভেসে আসে গুজেংয়ের সুর। আলো জ্বলার পরও মন্দিরগুলো মহিমান্বিত। ভিড় ধীরে ধীরে কমেকেউ শেষ বাস ধরতে ছুটছেনকেউ আবার ভাড়া গাড়ির দিকে।

Lingyin Temple (2025) – Best of TikTok, Instagram & Reddit Travel Guide

নীরব এক তৃপ্তি আমাকে ঘিরে ধরে। সেই সুর মনে করিয়ে দেয় তিন রাজ্যের উপাখ্যানের এক দৃশ্যঝুগে লিয়াংয়ের শান্ত সেতারবাদনশত্রুকে বিভ্রান্ত করে শহর রক্ষা।

আত্মার আশ্রয় নামে পরিচিত লিংইন মন্দির বারবার ধ্বংস ও পুনর্গঠনের মধ্য দিয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রতিটি পুনর্নির্মাণে ইতিহাসকে সম্মান জানানো হয়েছে। অতীতের মহিমা আর ভবিষ্যতের আশার মধ্যে সেতুবন্ধন হয়ে এই প্রাচীন বৌদ্ধ মন্দির আজও মানব সভ্যতার স্থিতিস্থাপকতার প্রতীক।

Caption প্রাচীন গুহাচিত্র থেকে আকাশছোঁয়া বুদ্ধমূর্তি পর্যন্তশতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা বিশ্বাসের জীবন্ত সাক্ষ্য হয়ে হাংঝৌ শহরে দাঁড়িয়ে আছে লিংইন মন্দির। লিখেছেন তান বোক হুই।

লিংইন মন্দিরের মনোমুগ্ধকর রাতের দৃশ্য।

লেখকের পেছনে খোদাই করা অক্ষরে লেখা— ‘প্রজ্ঞার ধারাবাহিকতাবুদ্ধের জীবন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে পর্যটকের চাপ, সেবা ব্যবস্থায় চাপ বাড়ছে

রাজবংশের হাতে গড়া লিংইন মন্দির শুধু দর্শনের জন্য জন্য নয় সরাসরি ইতিহাস পাঠ

০৫:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

রওনা হওয়ার আগে খুব বেশি গবেষণা করিনি। বরং পৌঁছানোর পর মনকে ভেসে যেতে দিতে চেয়েছিলাম। নাকের মতো সুচালো সামনের দিকের দ্রুতগামী ট্রেনটি অনায়াসে এগিয়ে চলছিল। বুঝে ওঠার আগেই জানালার বাইরে ভিড়ভাট্টা বগির ভেতর দিয়ে আমাদের দিকে হাসছিল ড্রাগন ওয়েল বা লংজিং সবুজ চায়ের জন্য বিখ্যাত সেই শহর। ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেল ও পৌঁছালযাত্রীদের বিপুল ভিড়ের মধ্যেও এই সময়ানুবর্তিতা সত্যিই প্রশংসনীয়।

বাতাস ঠান্ডাতবে স্যাঁতসেঁতে নয়। নামার সঙ্গে সঙ্গেই ঝোড়ো হাওয়া যাত্রীদের স্বাগত জানায়। সবাই যে যার গন্তব্যে ছড়িয়ে পড়ে। দিক ঠিক রাখলে মেট্রো স্টেশন খুঁজে পাওয়া সহজ। প্রতিটি স্টপের আগে ম্যান্ডারিন ভাষায় ঘোষণা হয়পরে ইংরেজিতেও। ট্রেনের ভেতরের দেয়ালে ঝোলানো রুট ম্যাপ বাড়তি ভরসা জোগায়। সবকিছুই যেন অন্য যে কোনো শহরের মেট্রোর মতোশুধু পার্থক্য একটাইস্টেশনে ঢোকার আগে সব ব্যাগ নিরাপত্তা স্ক্যানারের ভেতর দিয়ে যেতে হয়।

মেট্রো আর বাস বদলে বদলে অবশেষে গন্তব্যে পৌঁছাতে বিকেল গড়িয়ে যায়। পাহাড়ি ভূখণ্ডপাতলা হয়ে আসা বনভূমিযেখানে লম্বা সরু গিঙ্কো গাছের সঙ্গে মিশে আছে বাঁশঝাড়সব মিলিয়ে সামনে আরও এগিয়ে যাওয়ার আগ্রহ বাড়ে। বাসগুলো প্রায় একসঙ্গেই এসে নির্ধারিত জায়গায় থামে। যাত্রীরা নির্বিঘ্নে নামেন। সামনে হাঁটার পথটা বেশ উপভোগ্য। বাতাস এখানে আরও বিশুদ্ধযদিও একটু পাতলা। অনেকেই একই পথে এগোচ্ছেকেউ কেউ আবার ফিরে যাচ্ছে অপেক্ষমাণ বাসের দিকে।

অল্প সময়ের শান্ত হাঁটাতেই প্রবেশপথ চোখে পড়ে। ভিড়ের ভেতর দিয়ে এগোতে এগোতে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়। কোনো নির্দিষ্ট প্রত্যাশা নেই বলেই হয়তো প্রকৃত অভিযাত্রা এখান থেকেই শুরু।

Night tour Lingyin Temple(夜游灵隐寺) ▪️ #hellofrom #杭州 #灵隐寺 #hangzhou #lingyintemple ——————————————————————— Photo by @ding_hz777 ———————————————————————— Selected by @shiushiu177 Tag @Chinadestinations and use hashtag #Chinadestinations to ...

রাজবংশের উত্থান-পতন

চারপাশের পাহাড়ের ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ একক চুনাপাথরের পাহাড় আমাকে স্বাগত জানায়। তার গায়ে ছড়িয়ে আছে নানা ধরনের শিলাখোদাইকিছু সূক্ষ্মকিছু দৃঢ় ও সাহসীপ্রতিটিতেই ভিন্ন ভিন্ন রাজবংশের শিল্পচিহ্ন। মানব ইতিহাসে রাজবংশের উত্থান-পতন পরিচিত দৃশ্যতবে তাদের রেখে যাওয়া ধর্মীয় কাহিনিগুলো সূক্ষ্ম পার্থক্যে ভরা। বলা হয়বহুল প্রশংসিত এই খোদাইগুলো পাঁচটি রাজবংশ ও দশটি রাজ্যের সময়জুড়ে গড়ে উঠেছেঅসংখ্য শতাব্দী ধরে ধীরে ধীরে।

হাস্যোজ্জ্বল বুদ্ধমিলে ফো বা মৈত্রেয় বুদ্ধের খোদাইটি সত্যিই অনিন্দ্যসুন্দর। আরাম করে বসে থাকা মূর্তিটির বাঁ হাতে ধরা বড় আকারের জপমালাগোলগাল মুখ আর মুক্ত হাসি যেন সরাসরি হৃদয়ে ছুঁয়ে যায়। চোখে ছড়িয়ে থাকা উষ্ণতা আর তৃপ্তি নীরব আনন্দের ঢেউ তোলে। সরলতাপ্রশান্তি ও অবিচ্ছিন্ন সুখের প্রতীক এই মূর্তিটি দশম শতকের সং রাজবংশের সময় পাহাড়ের গায়ে খোদাই করা হয়। এখানকার খোদাইগুলো এতটাই জীবন্ত যে বিস্ময় জাগে। কিছু খোদাই আবার লুকিয়ে আছে আঁকাবাঁকা অসম পথে গেলে তবেই চোখে পড়েযেখানে ভারসাম্য রাখতে গুহার প্রাকৃতিক দেয়ালে হাত রাখতে হয়। এর মধ্যেই আছে এমন এক দৃশ্যযেখানে কয়েকজন খ্যাতিমান সন্ন্যাসী বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে পবিত্র ভারত যাত্রায় বেরিয়েছেনএমন ভঙ্গিতে শিলায় খোদাই করা।

এই সব শৈল্পিক নিদর্শন একত্রে পরিচিত ফেইলাই ফেং গুহামালা নামেযার অর্থ যে শিখর উড়ে এসে এখানে থেমেছে। কিংবদন্তি অনুযায়ীচতুর্থ শতকে ভারতীয় ভিক্ষু হুইলি এই স্থান আবিষ্কার করে ভারতের এক পবিত্র শিখরের সঙ্গে এর মিল দেখে বিস্ময়ে বলেছিলেন, ‘এই শিখরটি কবে উড়ে এসে এখানে এল?’

ফেইলাই ফেং দেখলে এমন ভঙ্গুর শিল্পকর্ম সংরক্ষণের জন্য নেওয়া বিশাল প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়। নির্মম আবহাওয়া আর শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসের চেষ্টা সত্ত্বেও এই গুহাগুলো আজও সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেএক অনন্ত ধন হিসেবে।

সম্রাটের ছাপ

একটু বিশ্রাম নিয়ে ভিড়ের মধ্যে ধীর পায়ে আবার এগোই। সামনে আরও চড়াই পথ। উঁচু পথও এগিয়ে যাওয়ার ইচ্ছা দমাতে পারে না। মূল পথের ডানদিকে ছোট্ট এক ঘুরপথ ইতিহাস আর পবিত্রতায় ভরা এক স্থানের ঝলক দেখার সুযোগ দেয়।

তিন স্তরের ধূসর টালির ছাউনি আর অলংকৃত কার্নিশসহ বিশাল কাঠামোটি দূর থেকেই চোখে পড়ে। প্রধান দরজার ওপরে চীনা অক্ষরে খোদাই করা ফলকটিতে মন্দিরের নাম। সূর্যমুখী হলুদ রঙে রাঙানো দেয়াল স্পষ্টভাবে সম্রাটীয় প্রভাবের কথা জানায়যা সম্রাটদের সর্বোচ্চ সম্মান ও রাজপরিবারের আশ্রয় হিসেবে মন্দিরটির মর্যাদা নিশ্চিত করে।

Lingyin Temple, Hangzhou, China: Travel Tips & FAQs 2025

মহামুনির মহাসভাকক্ষে ঢুকতেই সামনে দাঁড়িয়ে যায় সুবিশাল শাক্যমুনি বুদ্ধ। পুরোপুরি কর্পূর কাঠে নির্মিত এই মূর্তির গায়ে পাতলা সোনার প্রলেপ। পদ্মাসনে বসে থাকা মূর্তিটির উচ্চতা প্রায় পঁচিশ মিটার। মহাযান বৌদ্ধধর্মের প্রতীক হিসেবে সমাজের গভীরে দীর্ঘকাল ধরে এর শিক্ষা প্রবাহিত।

লিংইন মন্দির বহুবার ধ্বংস হয়েছেআবার গড়ে উঠেছে। ফেইলাই ফেং পাহাড়ের গায়ে খোদাই করা শ্বাসরুদ্ধকর শিল্পকর্ম আজও দর্শনার্থীদের মুগ্ধ করে।

দেয়ালে খোদাই করা পবিত্র ভূমি’ লেখার পাশে বাঁশঝাড়। চতুর্দশ শতকের ইউয়ান রাজবংশের পাথরের স্তূপাকৃতি প্যাগোডা। প্রবেশমুখে আগুনঝরা ড্রাগনের মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানায়।

৩২৮ খ্রিষ্টাব্দে পূর্ব জিন রাজবংশের সময় ভারতীয় ভিক্ষু হুইলি এই লিংইন মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় এক হাজার সাতশ বছরের ইতিহাস বহন করা এই মন্দিরের জন্মকালেই রোম সাম্রাজ্যে কনস্টানটিনোপল গড়ে উঠছিলআর পারস্য শাসন করছিলেন শাপুর দ্বিতীয়।

শাক্যমুনি বুদ্ধের পেছনে উত্তর দিকের দেয়ালে খোদাই করা বিশাল দৃশ্য আমাকে মন্ত্রমুগ্ধ করে। কর্পূর কাঠে খোদাই করা এই শিল্পে পৌরাণিক পোটালক পর্বতের পটভূমিতে দেবদূত ও যোদ্ধাদের দেখা যায়। মাঝখানে দাঁড়িয়ে আছেন গুণান্বিতা গুয়ানইনড্রাগন-মাথা মাছের ওপর দাঁড়িয়ে। তাঁর শান্ত চোখবাঁকানো গোঁফলালচে আঁশ আর ব্রোঞ্জের প্রান্ত এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে।

সোনায় মোড়ানো গুয়ানইন করুণ দৃষ্টিতে সামনের দিকে ঝুঁকে আছেন। ভক্তরা কেউকেউ হাত জোড় করেকেউ চোখ বন্ধ করে শ্রদ্ধা নিবেদন করছেন। ডান পাশে তরুণ সাধক শানচাই তংজিবাম পাশে ড্রাগনের কন্যা লংনুএই অনন্য ভক্তি ও কৃপাময় দৃশ্য পূর্ণতা পায়।

মহিমার প্রতীক

আরেক পাশে এক নারী জ্বলন্ত পদ্মফুল হাতে প্রার্থনা করছেন। তিনি জানানএকবার স্বপ্নে গুয়ানইনকে ড্রাগন-মাথা মাছের ওপর ভাসতে দেখেছিলেন। দর্শনার্থীরা ধৈর্য ধরে অপেক্ষা করেনভিড় ক্রমেই বাড়ে।

উঁচু জায়গায় অবস্থিত অন্য মন্দিরগুলোতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে যায়। বুঝতে পারিবিশাল লিংইন প্রাঙ্গণের সামান্য অংশই ঘোরা হলো। ঠান্ডা সন্ধ্যার বাতাসে ভেসে আসে গুজেংয়ের সুর। আলো জ্বলার পরও মন্দিরগুলো মহিমান্বিত। ভিড় ধীরে ধীরে কমেকেউ শেষ বাস ধরতে ছুটছেনকেউ আবার ভাড়া গাড়ির দিকে।

Lingyin Temple (2025) – Best of TikTok, Instagram & Reddit Travel Guide

নীরব এক তৃপ্তি আমাকে ঘিরে ধরে। সেই সুর মনে করিয়ে দেয় তিন রাজ্যের উপাখ্যানের এক দৃশ্যঝুগে লিয়াংয়ের শান্ত সেতারবাদনশত্রুকে বিভ্রান্ত করে শহর রক্ষা।

আত্মার আশ্রয় নামে পরিচিত লিংইন মন্দির বারবার ধ্বংস ও পুনর্গঠনের মধ্য দিয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রতিটি পুনর্নির্মাণে ইতিহাসকে সম্মান জানানো হয়েছে। অতীতের মহিমা আর ভবিষ্যতের আশার মধ্যে সেতুবন্ধন হয়ে এই প্রাচীন বৌদ্ধ মন্দির আজও মানব সভ্যতার স্থিতিস্থাপকতার প্রতীক।

Caption প্রাচীন গুহাচিত্র থেকে আকাশছোঁয়া বুদ্ধমূর্তি পর্যন্তশতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা বিশ্বাসের জীবন্ত সাক্ষ্য হয়ে হাংঝৌ শহরে দাঁড়িয়ে আছে লিংইন মন্দির। লিখেছেন তান বোক হুই।

লিংইন মন্দিরের মনোমুগ্ধকর রাতের দৃশ্য।

লেখকের পেছনে খোদাই করা অক্ষরে লেখা— ‘প্রজ্ঞার ধারাবাহিকতাবুদ্ধের জীবন