পদ্মা ব্যাংক পিএলসির একশ তেত্রিশতম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, একুশ ডিসেম্বর এই সভা আয়োজন করা হয়।
সভাপতিত্ব ও পরিচালনা
সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান। সভার কার্যক্রম পরিচালনা করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা, যিনি বর্তমানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় উপস্থিত সদস্যরা
এই পর্ষদ সভায় পদ্মা ব্যাংকের পরিচালকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজিবুর রহমান, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম সভায় অংশ নেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, স্বাধীন পরিচালক মো. রুকনুজ্জামান, ব্যারিস্টার অ্যাট ল এবং এএইচএম আরিফুল ইসলাম, এফসিএ।
এই সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















