শারজাহর আবাসন খাতে শক্ত অবস্থান আরও পোক্ত করল শারজাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি শুরুক। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, সংস্থাটির তিনটি বড় আবাসন প্রকল্পে মোট ইউনিট বিক্রির হার পৌঁছেছে প্রায় ছিয়ানব্বই শতাংশে, আর মোট বিনিয়োগ ও অংশীদারত্বের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ দশমিক আট বিলিয়ন দিরহামে ।
প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়াম আইল্যান্ড, শারজাহ সাসটেইনেবল সিটি এবং খোরফাক্কানের আজওয়ান—এই তিনটি প্রকল্প মিলিয়ে মোট চার হাজার পাঁচশ বিশটি আবাসিক ইউনিট রয়েছে। এর মধ্যে চার হাজার তিনশ আটান্নটি ইউনিট ইতোমধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। এতে শারজাহর সম্পত্তি বাজারে বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ আরও স্পষ্ট হয়েছে।
অতেল খাতের জিডিপিতে অবদান
শুরুকের এই সাফল্য সংযুক্ত আরব আমিরাতের তেলবহির্ভূত অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির তেলবহির্ভূত মোট দেশজ উৎপাদনে আবাসন খাতের অবদান প্রায় সাত দশমিক ছয় শতাংশ। দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সময়ে শুরুকের আবাসন বিক্রিতে বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ঊনপঞ্চাশ শতাংশ, যা খাতের গড় প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে।

মারিয়াম আইল্যান্ডে প্রায় পূর্ণ বিক্রি
জলাধার ঘেঁষা মর্যাদাপূর্ণ প্রকল্প মারিয়াম আইল্যান্ডে মোট তিন হাজার তিরাশি ইউনিটের মধ্যে তিন হাজার সাঁইত্রিশটি ইউনিট বিক্রি হয়েছে। এই প্রকল্প থেকে বিক্রয় এসেছে তিন দশমিক এক চার বিলিয়ন দিরহাম। ইতোমধ্যে এক হাজার দুইশ আটাত্তরটি ইউনিট হস্তান্তর করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে দুই হাজার আটাশ সাল পর্যন্ত হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের প্রথমার্ধে এখানে একশ আটত্রিশটি ইউনিট বিক্রি হয়েছে, যেখানে প্রতি বর্গফুটের গড় মূল্য আগের বছরের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেড়েছে।
টেকসই শহরে পূর্ণ বিক্রি
ডায়মন্ড ডেভেলপারদের অংশীদারত্বে গড়ে ওঠা শারজাহ সাসটেইনেবল সিটিতে এক হাজার দুইশ বাহান্নটি ইউনিটের সবকটিই বিক্রি হয়ে গেছে। এই প্রকল্পে মোট বিক্রয় দাঁড়িয়েছে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন দিরহামে। নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনর্ব্যবহার ও পরিবেশবান্ধব অবকাঠামোর মাধ্যমে এই শহর পানির ব্যবহার কমানো ও কার্বন নিঃসরণ হ্রাসে নজির গড়ছে।

খোরফাক্কানে আজওয়ানের সম্ভাবনা
পূর্ব উপকূলে অবস্থিত আজওয়ান খোরফাক্কানে এখন পর্যন্ত একশ চারটি ইউনিট বিক্রি হয়েছে, যা মোট ইউনিটের প্রায় বাষট্টি শতাংশ। এখান থেকে বিক্রয় এসেছে প্রায় দুইশ একাত্তর মিলিয়ন দিরহাম। প্রকল্পটি শেষ হলে খোরফাক্কান উপকূলে প্রিমিয়াম আবাসনের পাশাপাশি বিনোদন পার্ক, মেরিনা, কেনাকাটার পথ ও ক্রীড়া সুবিধা যুক্ত হবে।
শহর রূপান্তরে শুরুকের ভূমিকা
শুরুকের প্রধান রিয়েল এস্টেট কর্মকর্তা ইউসুফ আহমেদ আল মুতাওয়া বলেছেন, এই সাফল্য শারজাহর নগর রূপান্তরে শুরুকের নেতৃত্বের প্রমাণ। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থার পাশাপাশি পরিকল্পিত ও মানসম্মত প্রকল্পই এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি।

সারাক্ষণ রিপোর্ট 



















