বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট–বিএনএফ’র প্রেসিডেন্ট, ঢাকা—১৭ আসনের সাবেক সংসদ সদস্য ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ গভীর শোক ও দুঃখের সঙ্গে জানান যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবর্তক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এস এম আবুল কালাম আজাদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপি নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
সারাক্ষণ রিপোর্ট 


















