ভেনেজুয়েলার উপকূলীয় একটি মাদক পাচার ঘাঁটিতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘাঁটিটি আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে কোকেন পাচারের জন্য ব্যবহৃত হতো বলে দাবি করা হয়েছে।
মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত বোট ও ডক ধ্বংস করা হয়েছে। চলতি বছর বিভিন্ন অভিযানে শতাধিক মাদকচক্র সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। অপরদিকে ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক মাদক পাচার ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















