জরুরি সংস্কারকাজের কারণে সিলেট মহানগরের একাধিক এলাকায় আজ গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্যাস সরবরাহ বন্ধের সময়সূচি
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মুকিত রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সাড়ে দুইটা থেকে রাত আটটা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় প্রভাব পড়বে
গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে খাদিম ডিআরএস, চামেলীবাগ, নুরপুর, মোহাম্মদপুর, পূরবী আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলী আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া এবং আশপাশের সংশ্লিষ্ট এলাকাগুলো।
কাজের সময় নিয়ে সতর্কতা
কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি কারণে সংস্কারকাজ নির্ধারিত সময়ের কিছু আগে বা পরে শেষ হতে পারে। সে ক্ষেত্রে গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ার সময়েও সামান্য পরিবর্তন হতে পারে।
ভোক্তাদের প্রতি অনুরোধ
সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















