সিলেট নগরের হজরত শাহজালাল (রহ.) মাজার ও কবরস্থানের পাশের সড়ক থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সিলেট কোতোয়ালি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, নিহত ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৬৮ বছর। ঘটনাস্থল ও প্রাথমিক আলামত দেখে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনি মাজার এলাকার আশপাশে বসবাসকারী একজন ভবঘুরে নারী হতে পারেন।

মাজার পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হজরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় অবস্থান করতেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















