০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
নারীর স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা: হৃদরোগ থেকে মেনোপজ পর্যন্ত যে সত্যগুলো জানা জরুরি বিচ্ছেদের সবচেয়ে কঠিন সত্য জানালেন জেনিফার গার্নার বাংলাদেশের শেয়ারবাজারে ২০২৬ সালের ইতিবাচক সূচনা ইরানে বিক্ষোভে গুলি, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন আরও তীব্র আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় তীব্র বোমাবর্ষণ, তিন দিনে নিহত অন্তত সতেরো গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আমি: আসিফ নজরুল ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যুক্ত হতে আগ্রহ জানাল বাংলাদেশ ‘আওয়ামীপন্থী’ শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

উত্তর কোরিয়ার ভবিষ্যৎ শাসক কি এক কিশোরী

নতুন বছরের প্রথম দিনে পিয়ংইয়ংয়ের রাজকীয় সমাধিক্ষেত্রে দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ছিল নিয়মিত আচার। কিন্তু সেই আচারেই নতুন করে জন্ম নিয়েছে এক গভীর প্রশ্ন। বর্তমান শাসক কিম জং উন–এর ডান পাশে দাঁড়ানো কিশোরীটিই কি একদিন উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে চলেছেন।

নেতাদের ছায়ায় এক নীরব উপস্থিতি

সূর্যপ্রাসাদ নামে পরিচিত সমাধিক্ষেত্রে শায়িত উত্তর কোরিয়ার চিরনেতা কিম ইল সুং ও কিম জং ইল–এর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কিম জং উনের পাশে প্রথমবারের মতো দেখা যায় তাঁর কন্যাকে। রাষ্ট্রের সবচেয়ে পবিত্র রাজনৈতিক স্থানে এই উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

উত্তরাধিকার নিয়ে আগাম ভাবনা

পারমাণবিক সক্ষমতা অর্জনের পর বিদেশি হুমকি নিয়ে পিয়ংইয়ংয়ের দুশ্চিন্তা কিছুটা কমলেও ভেতরের বিপদ নিয়ে শাসকের উদ্বেগ কাটেনি। চল্লিশের কোঠায় থাকা কিম জং উন যে এখনই উত্তরাধিকার পরিকল্পনায় নেমেছেন, কন্যার এই দৃশ্যমান উপস্থিতি সেই জল্পনাই বাড়িয়েছে।

রহস্যে ঢাকা পরিচয়

কিশোরীর নাম ও বয়স নিয়ে রাষ্ট্রের ভেতরেই ধোঁয়াশা। কোথাও তিনি সম্মানিত শিশু, কোথাও প্রিয় শিশু। একসময় বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান তাঁর নাম উল্লেখ করেছিলেন বলে শোনা যায়, আবার পলাতক কূটনীতিকদের বক্তব্যে ভিন্ন নাম উঠে আসে। সরকারি গণমাধ্যম ইচ্ছাকৃতভাবেই নির্দিষ্ট তথ্য এড়িয়ে যায়।

ক্ষমতার মঞ্চে নিয়মিত উপস্থিতি

পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিনে বাবার পাশে দাঁড়ানোর পর থেকেই কন্যার উপস্থিতি বাড়তে থাকে। সামরিক কুচকাওয়াজ, কূটনৈতিক অনুষ্ঠান, দূতাবাসের আয়োজন এবং বিদেশ সফরে তাঁকে বারবার দেখা গেছে। শক্তির প্রতীক অস্ত্রের পাশে তাঁকে তুলে ধরার মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্তৃত্বের ইঙ্গিতই দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন

উত্তর কোরিয়া পুরুষতান্ত্রিক সমাজ হলেও সাম্প্রতিক সময়ে নারীদের উত্থান চোখে পড়ার মতো। কিম জং উনের বোন কিম ইয়ো জং কার্যত দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মুখ। দেশটির ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীও দায়িত্বে আছেন। তবু সর্বোচ্চ শাসনে একজন নারীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঝুঁকি ও সম্ভাবনার দ্বন্দ্ব

কিছু পর্যবেক্ষকের ধারণা, কিম জং উনের আরও এক পুত্রসন্তান রয়েছে এবং কন্যাকে আপাতত সামনে রেখে সময় নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলেন, ক্ষমতা হস্তান্তরের সময় যেন হঠাৎ সংকট না আসে, সে জন্যই শাসক পরিবার আগেভাগে পথ পরিষ্কার করতে চাইছে। অতীত অভিজ্ঞতা কিম জং উনকে যে শিক্ষা দিয়েছে, তাতে আগাম প্রস্তুতিই তাঁর কাছে নিরাপদ পথ।

 

জনপ্রিয় সংবাদ

নারীর স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা: হৃদরোগ থেকে মেনোপজ পর্যন্ত যে সত্যগুলো জানা জরুরি

উত্তর কোরিয়ার ভবিষ্যৎ শাসক কি এক কিশোরী

০৩:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নতুন বছরের প্রথম দিনে পিয়ংইয়ংয়ের রাজকীয় সমাধিক্ষেত্রে দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি ছিল নিয়মিত আচার। কিন্তু সেই আচারেই নতুন করে জন্ম নিয়েছে এক গভীর প্রশ্ন। বর্তমান শাসক কিম জং উন–এর ডান পাশে দাঁড়ানো কিশোরীটিই কি একদিন উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে চলেছেন।

নেতাদের ছায়ায় এক নীরব উপস্থিতি

সূর্যপ্রাসাদ নামে পরিচিত সমাধিক্ষেত্রে শায়িত উত্তর কোরিয়ার চিরনেতা কিম ইল সুং ও কিম জং ইল–এর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কিম জং উনের পাশে প্রথমবারের মতো দেখা যায় তাঁর কন্যাকে। রাষ্ট্রের সবচেয়ে পবিত্র রাজনৈতিক স্থানে এই উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।

উত্তরাধিকার নিয়ে আগাম ভাবনা

পারমাণবিক সক্ষমতা অর্জনের পর বিদেশি হুমকি নিয়ে পিয়ংইয়ংয়ের দুশ্চিন্তা কিছুটা কমলেও ভেতরের বিপদ নিয়ে শাসকের উদ্বেগ কাটেনি। চল্লিশের কোঠায় থাকা কিম জং উন যে এখনই উত্তরাধিকার পরিকল্পনায় নেমেছেন, কন্যার এই দৃশ্যমান উপস্থিতি সেই জল্পনাই বাড়িয়েছে।

রহস্যে ঢাকা পরিচয়

কিশোরীর নাম ও বয়স নিয়ে রাষ্ট্রের ভেতরেই ধোঁয়াশা। কোথাও তিনি সম্মানিত শিশু, কোথাও প্রিয় শিশু। একসময় বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান তাঁর নাম উল্লেখ করেছিলেন বলে শোনা যায়, আবার পলাতক কূটনীতিকদের বক্তব্যে ভিন্ন নাম উঠে আসে। সরকারি গণমাধ্যম ইচ্ছাকৃতভাবেই নির্দিষ্ট তথ্য এড়িয়ে যায়।

ক্ষমতার মঞ্চে নিয়মিত উপস্থিতি

পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিনে বাবার পাশে দাঁড়ানোর পর থেকেই কন্যার উপস্থিতি বাড়তে থাকে। সামরিক কুচকাওয়াজ, কূটনৈতিক অনুষ্ঠান, দূতাবাসের আয়োজন এবং বিদেশ সফরে তাঁকে বারবার দেখা গেছে। শক্তির প্রতীক অস্ত্রের পাশে তাঁকে তুলে ধরার মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্তৃত্বের ইঙ্গিতই দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন

উত্তর কোরিয়া পুরুষতান্ত্রিক সমাজ হলেও সাম্প্রতিক সময়ে নারীদের উত্থান চোখে পড়ার মতো। কিম জং উনের বোন কিম ইয়ো জং কার্যত দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মুখ। দেশটির ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীও দায়িত্বে আছেন। তবু সর্বোচ্চ শাসনে একজন নারীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ঝুঁকি ও সম্ভাবনার দ্বন্দ্ব

কিছু পর্যবেক্ষকের ধারণা, কিম জং উনের আরও এক পুত্রসন্তান রয়েছে এবং কন্যাকে আপাতত সামনে রেখে সময় নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলেন, ক্ষমতা হস্তান্তরের সময় যেন হঠাৎ সংকট না আসে, সে জন্যই শাসক পরিবার আগেভাগে পথ পরিষ্কার করতে চাইছে। অতীত অভিজ্ঞতা কিম জং উনকে যে শিক্ষা দিয়েছে, তাতে আগাম প্রস্তুতিই তাঁর কাছে নিরাপদ পথ।